সিটি প্রতিনিধি, চট্টগ্রাম:
স্বেচ্ছাসেবার অংশ হিসেবে রক্ত প্রদানের মাধ্যমে প্রতি বছর বিপুল পরিমাণ মানুষের জীবন বাঁচানো সম্ভব বলে মন্তব্য করেছেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন।শুক্রবার আন্তর্জাতিক স্বেচ্ছাসেবক দিবস ২০২৪ উপলক্ষে নগরীর আমবাগানস্থ শহীদ ওয়াসিম পার্কে বাংলাদেশ স্বেচ্ছাসেবী ব্লাড ফোরাম কর্তৃক আয়োজিত মিলনমেলায় প্রধান অতিথির বক্তব্যে এ মন্তব্য করেন তিনি। মেয়র বলেন, “রক্ত শরীরের এমন একটি উপাদান যা কোনো ফ্যাক্টরিতে তৈরি হয় না। এর আয়ুষ্কাল মাত্র ১২০ দিন। নিয়মিত রক্তদান শরীরকে সুস্থ রাখে এবং জীবন বাঁচানোর মহৎ কাজে সাহায্য করে। তাছাড়া রক্তদানের সঙ্গে সঙ্গে বিনামূল্যে বেশ কিছু স্বাস্থ্য পরীক্ষা যেমন এইচআইভি, সিফিলিস, হেপাটাইটিসসহ অন্যান্য রোগ নির্ণয়ের সুযোগ পাওয়া যায়। এই সুবিধাগুলো সাধারণত বহিরাগত পরীক্ষায় বেশ ব্যয়বহুল। তিনি আরও বলেন, “প্রতি চার মাস অন্তর রক্ত দেওয়া সম্ভব, যা একদিকে শরীরকে সুস্থ রাখে, অন্যদিকে আল্লাহর নৈকট্য লাভের সুযোগ করে দেয়। তাই সবাইকে নিয়মিত রক্তদানে উৎসাহিত করার জন্য আহ্বান জানাচ্ছি।চট্টগ্রামের পর্যটন সম্ভাবনার গুরুত্ব তুলে ধরে বলেন, “আমরা চট্টগ্রামের সৌন্দর্যকে প্রকৃত অর্থে উপলব্ধি করতে পারিনি। এটি এমন একটি চমৎকার স্থান, যা দেশি-বিদেশি পর্যটকদের আকর্ষণের কেন্দ্রবিন্দুতে পরিণত হতে পারে। ফয়েজ লেকের মতো পাহাড়ের কোল ঘেঁষা আরেকটি সবুজে ঘেরা পার্ক নির্মাণের পরিকল্পনা আছে আমার।“আমরা অনেক সময় বিদেশে ভ্রমণের পরিকল্পনা করি, অথচ চট্টগ্রামের অভূতপূর্ব পর্যটন সম্ভাবনা উপেক্ষা করি। কবির ভাষায়, ‘দেখা হয় নাই চক্ষু মেলিয়া, ঘর হতে দুই পা ফেলিয়া।’ আমরা নিজেদের প্রকৃতি এবং পার্কগুলোর সৌন্দর্য যথাযথভাবে অনুধাবন করি না। নতুন পার্কটি সবুজের সমারোহ এবং ওয়াকওয়ে সমৃদ্ধ হবে, যা চট্টগ্রামের সৌন্দর্যে নতুন মাত্রা যোগ করবে।” উক্ত আয়োজন বাংলাদেশ স্বেচ্ছাসেবী ব্লাড ফোরাম এর পরিচালক বিবি ফাতেমার সভাপতিত্বে এবং মোঃ ইকবাল হোসেন আর আব্দুল্লাহ মাহমুদ এর যৌথ সঞ্চালনায় আরো উপস্থিত ছিলেন অনুষ্ঠানের গেস্ট অব অনার চট্টগ্রাম মহানগর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আবুল হাশেম বক্কর, বাংলাদেশ ট্যুরিস্ট পুলিশের ডিআইজি মো. আপেল মাহমুদ। প্রধান আলোচক হিসেবে বক্তব্য প্রদান করেন ওয়ার্ল্ড হিউম্যান কালচারের সভাপতি প্রকৃতজ শামিমরুমি টিটন,বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় কবিতা মঞ্চের কেন্দ্রীয় কমিটির সভাপতি মাহমুদুল হাসান নিজামী। এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশের গ্রীনলিফ কালচার ফোরামের ব্যবস্থাপনা পরিচালক তাসলিম হাসান হৃদয়।এছাড়া
মানবতাবাদী, সমাজসেবক হিসেবে বক্তব্য রাখেন মোঃ কামরুল ইসলাম,এডভোকেট আবু বকর তালুকদার,হাজী মোঃ বাবর আলী,এম আনোয়ার হোসেন,তানভির মল্লিক
সুলতান মাহমুদ খান সুমন,আকবর কবির ডিউক,সুফি ইব্রাহীম,মাসুদ ফারুক, আকরাম সহ বিভিন্ন সংগঠনের প্রতিনিধিগণ।সহস্রাধিক সংগঠন সম্মাননা,র্যালী ও ফুলেল শুভেচ্ছা সহ আনুষ্ঠানিকতার মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করেন বাংলাদেশ স্বেচ্ছাসেবী ব্লাড ফোরামের পরিচালক বিবি ফাতেমা।
Editor : Md.Moslauddin (Bahar) Cell: 01919802081 Dhaka Office :: Manni Tower, Road 09,House : 1258 Mirpur Dhaka. Cell:01747430235 email : manobsomoynews@gmail.com Chattogram office :: Lusai Bhaban,( 2nd Floor) Cheragi Pahar Circle, Chattogram. Cell: 01919802081
© All rights reserved manobsomoy