সিটি প্রতিনিধি, চট্টগ্রাম :
বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন বলেন, রাষ্ট্র সংস্কারের জন্য ব্যবসায়ীদের ভূমিকা এখন গুরুত্বপূর্ণ। সরকার তাদের জন্য বাণিজ্য সহায়ক পরিবেশ নিশ্চিত করবে।
আজ ২১ নভেম্বর (বৃহস্পতিবার) সন্ধ্যায় খাতুনগঞ্জ ট্রেড এন্ড ইন্ডাস্ট্রিজ এসোসিয়েশন এর কার্যালয়ে নিত্য প্রয়োজনীয় দ্রব্যাদির সরবারহ ও বাজার পরিস্থিতি নিয়ে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি ।শেখ বশিরউদ্দীন বলেন, জুলাই-আগস্টে ছাত্রজনতার আন্দোলনে প্রায় দুই হাজারের মতো ছাত্রজনতা জীবন দিয়েছে।৫০ হাজারের বেশি আহত হয়েছে,অনেকে পঙ্গুত্ব বরণ করেছে।রাষ্ট্র সংকারের জন্যই তারা জীবনকে তুচ্ছ করেছে উল্লেখ করে তিনি বলেন, ছাত্রজনতার প্রত্যাশাকে প্রাধান্য দিতে হবে।
রমজান মাস খুব দূরে নয়। ঠিক ১০০ দিন বাকি উল্লেখ করে উপদেষ্টা বলেন,রমজানে নিত্যপন্যের সরবারাহ বাড়াতে অনেকগুলো পদক্ষেপ নিয়েছে।বেশ কয়েকটি পন্যের শুল্কও কমিয়েছে সরকার। এখন সহযোগিতার হাত বাড়াতে হবে ব্যবসায়ীদের যোগ করেন তিনি।
ব্যবসায়ী নেতৃবৃন্দ খাতুনগঞ্জে ব্যবসাবান্ধব পরিবেশ নিশ্চিত করা , ওজন পরিমাপক স্কেল স্থাপন ও সহজ শর্তে ব্যাংক লোনের দাবী জানান। বাণিজ্য উপদেষ্টা সমস্যাগুলো সমাধানে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দেন।
খাতুনগঞ্জ ট্রেড এন্ড ইন্ডাস্ট্রিজ এসোসিয়েশন এর ভারপ্রাপ্ত সভাপতি আবুল বশর চৌধুরী এর সভাপতিত্বে অনুষ্ঠানে বাণিজ্য মন্ত্রণালয়ের সচিব মোহাং সেলিম উদ্দিন , খাতুনগঞ্জ ট্রেড এন্ড ইন্ডাস্ট্রিজ এসোসিয়েশনের সাধারণ সম্পাদক সৈয়দ সগির আহমেদসহ ব্যবসায়ী নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।
Editor : Md.Moslauddin (Bahar) Cell: 01919802081 Dhaka Office :: Manni Tower, Road 09,House : 1258 Mirpur Dhaka. Cell:01747430235 email : manobsomoynews@gmail.com Chattogram office :: Lusai Bhaban,( 2nd Floor) Cheragi Pahar Circle, Chattogram. Cell: 01919802081
© All rights reserved manobsomoy