এম এ হান্নান,তজুমদ্দিন প্রতিনিধি:
উপজেলা প্রশাসন ও উপজেলা সমবায় বিভাগের আয়োজনে ভোলার তজুমদ্দিনে ৫৩তম জাতীয় সমবায় দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে সকাল সাড়ে ১০টায় জাতীয় পতাকা ও সমবায় পতাকা উত্তোলন করেন। বেলা ১১টায় একটি র্যালী বের করে উপজেলা চত্ত্বরে গিয়ে শেষ হয়। পরে উপজেলা সমবায় কর্মকর্তা আবু সাইদ আব্দুল্লাহ আল রুমানের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তৃতা করেন উপজেলা নির্বাহী (ইউএনও) কর্মকর্তা শুভ দেবনাথ। অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন, প্রেসক্লাব আহবায়ক ফখরে আজম পলাশ, রঙধনু মৎস্যজীবী সমবায় সমিতির সাধারণ সম্পাদক হেলাল উদ্দিন লিটন, শিক্ষক প্রতিনিধি গাজী আব্দুল জলিল, শতদল মহিলা সমবায় সমিতির সভানেত্রী রুমা বেগম প্রমুখ। অনুষ্ঠান সঞ্চালনা করেন উপজেলা সমবায় অফিসের সহকারী পরিদর্শক মো. আলাউদ্দিন।
অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন দাপ্তরিক কর্মকর্তাসহ সমবায় সমিতির সভাপতি/সম্পাদকরা উপস্থিত ছিলেন।
Editor : Md.Moslauddin (Bahar) Cell: 01919802081 Dhaka Office :: Manni Tower, Road 09,House : 1258 Mirpur Dhaka. Cell:01747430235 email : manobsomoynews@gmail.com Chattogram office :: Lusai Bhaban,( 2nd Floor) Cheragi Pahar Circle, Chattogram. Cell: 01919802081
© All rights reserved manobsomoy