সিনিয়র সাংবাদিক জাহিদুল করিম কচি |
সিটি প্রতিনিধি, চট্টগ্রাম:তিন বছরের জন্য সিনিয়র সাংবাদিক জাহিদুল করিম কচিসহ মোট ৬ জন চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের (সিডিএ) বোর্ড সদস্য নিয়োগ পেয়েছেন। চলতি সময় থেকে আগামী ৩ বছরের জন্য দায়িত্ব পালনের জন্য গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের প্রশাসন থেকে প্রকাশিত এক প্রজ্ঞাপনের মাধ্যমে এ নিয়োগ দেওয়া হয়। ২৫সেপ্টেম্বর যুগ্নসচিব মুহাম্মদ মিজানুর রহমান স্বাক্ষরিত প্রজ্ঞাপনে বলা হয়, চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ আইন ২০১৮ এর ৬ (১) (ড) ও ৫ (২) ধারাবলে সরকার নিম্নবর্ণিত ৬ জন ব্যক্তিকে তিন বছরের জন্য চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের সদস্য হিসেবে নিয়োগ প্রদান করলেন।নিয়োগপ্রাপ্ত বোর্ড সদস্যরা হলেন-সিনিয়র সাংবাদিক জাহিদুল করিম কচি, ইঞ্জিনিয়ার মানজারে খোরশেদ আলম, স্থপতি সৈয়দা জারিনা হোসাইন, হাজী মুহাম্মদ নজরুল ইসলাম, স্থপতি ফারুক আহম্মেদ, মোঃ সাখাওয়াত হোসাইন, সৈয়দ কুদরত আলী এ্যাডভোকেট।
Editor : Md.Moslauddin (Bahar) Cell: 01919802081 Dhaka Office :: Manni Tower, Road 09,House : 1258 Mirpur Dhaka. Cell:01747430235 email : manobsomoynews@gmail.com Chattogram office :: Lusai Bhaban,( 2nd Floor) Cheragi Pahar Circle, Chattogram. Cell: 01919802081
© All rights reserved manobsomoy