মোঃশহিদুল ইসলাম,নিজস্ব প্রতিনিধি |
বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন, চট্টগ্রাম মহানগরীর প্রধান উপদেষ্টা, সাবেক এমপি শাহজাহান চৌধুরী বলেন, বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে কালো অধ্যায় হলো বিগত ষোলো বছর। মানুষের নাগরিক অধিকার, ভোটের অধিকার ও অর্থনৈতিক অধিকার ভূলুণ্ঠিত হয়েছে এই ষোলো বছরে। সীমাহীন লুটপাট, নৈরাজ্য, সন্ত্রাস, চাঁদাবাজি, সিন্ডিকেট করে জনগণের জীবন দুর্বিষহ করে তুলেছিল তারা। বিশেষ করে শ্রমিক ও স্বল্প আয়ের মানুষের জীবন সংকীর্ণ হয়ে পড়েছিল। বলতে গেলে দেশের সকল চোর, বাটপার, সন্ত্রাসী, চাঁদাবাজ, ব্যাংক ডাকাত, লুটেরা সমবেত হয়েছিল স্বৈরাচারের আচল তলে। ছাত্রজনতা ও শ্রমিকরাসহ দেশের আপামর জনসাধারণের রক্তের বিনিময়ে এই স্বৈরাচার আওয়ামীলীগের পতন হয়েছে। বাংলাদেশের মানুষ তাদের আর চায় না। সুতরাং তাদের কোনোরূপ পুনর্বাসন প্রক্রিয়াকে জনগণ সহ্য করবে না। পতিত স্বৈরাচার ও তার দোসরদের পুনর্বাসনের যেকোনো অপচেষ্টা জনগণ রুখে দেবে।
বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন, চট্টগ্রাম মহানগরীর পতেঙ্গা থানার কর্মী সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে শাহজাহান চৌধুরী উপর্যুক্ত কথা বলেন। পতেঙ্গা থানা সভাপতি নাজির হোসেনের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মুহাম্মদ আরিফুর রহমানের সঞ্চালনায় কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়। সম্মেলনে প্রধান আলোচক ছিলেন ফেডারেশনের কেন্দ্রীয় সহ-সম্পাদক ও চট্টগ্রাম মহানগরী সভাপতি এস এম লুৎফর রহমান। বিশেষে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পতেঙ্গা থানার উপদেষ্টা অধ্যক্ষ মাওলানা জাকির হোসাইন, ফেডারেশনের মহানগরীর সাধারণ সম্পাদক মকবুল আহমদ ভূঁইয়া।
প্রধান আলোচক এস এম লুৎফর রহমান বলেন, বহু বছর পর মানুষ তাদের নাগরিক স্বাধীনতা ও বাকস্বাধীনতা ফিরে পেয়েছে। কথা বলার ও আদর্শ প্রচারের এই সুযোগকে ইনসাফ প্রতিষ্ঠার কাজে লাগাতে হবে। ইসলামী শ্রমনীতির পক্ষে জনমত গঠনের কাজে লাগাতে হবে। ফেডারেশনের সকল নেতাকর্মী এই সুন্দর পরিবেশকে কাজে লাগিয়ে শ্রমিকজনতার দোরগোড়ায় সেবা ও আদর্শের বার্তা পৌঁছে দেবে। শ্রমিকদেরকে আগামীর প্রত্যাশিত ইনসাফময় বাংলাদেশ গঠনে ঐক্যবদ্ধ করতে হবে।
সম্মেলনে আরও বক্তব্য রাখেন সমাজসেবক ও রাজনীতিবিদ মাওলানা বেলাল হাসান, মুহাম্মদ ইউসুফ, সাইদুর রহমান, ক্বারী ইব্রাহীম খলিল, ফেডারেশনের পতেঙ্গা থানা সহ-সভাপতি অ্যাডভোকেট শাহজাহান চৌধুরী, ইস্টার্ন রিফাইনারি ওয়ার্ড সভাপতি মাহমুদুল হাসান, রিকশা ও পরিবহন ওয়ার্ড সভাপতি খান কায়সার আহমদ, ৩৯ নং ওয়ার্ড সভাপতি মঈন উদ্দিন, ৪০ নং ওয়ার্ড সভাপতি জামাল উদ্দিন, ৪১ নং ওয়ার্ড উত্তর সভাপতি রশিদ আহমদ, ৪১ নং ওয়ার্ড দক্ষিণ সভাপতি জসিম উদ্দিন, মহানগরী কৃষি বিভাগ সভাপতি জালাল উদ্দিন, ছাত্রনেতা আকিব ইবনে ইউসুফ, ওয়াজুদ্দিন প্রমুখ।
Editor : Md.Moslauddin (Bahar) Cell: 01919802081 Dhaka Office :: Manni Tower, Road 09,House : 1258 Mirpur Dhaka. Cell:01747430235 email : manobsomoynews@gmail.com Chattogram office :: Lusai Bhaban,( 2nd Floor) Cheragi Pahar Circle, Chattogram. Cell: 01919802081
© All rights reserved manobsomoy