মোঃ আলমগীর হোসেন জয়,রামগঞ্জ প্রতিনিধিঃ
লক্ষ্মীপুরের রামগঞ্জে পানিবাহিত রোগসহ বিভিন্ন রোগে আক্রান্ত বন্যাদুর্গত মানুষকে স্বাস্থ্য সেবা দেওয়ার লক্ষ্যে ফ্রান্স বিএনপি'র কোষাধাক্ষ মো: সাইফুল ইসলাম উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্পেইনের আয়োজন করা হয়েছে।
শনিবার (০৭ সেপ্টেম্বর) সকাল ১০টা থেকে বিকেল ০৫টা পর্যন্ত রামগঞ্জ পৌর ০২ নং ওয়ার্ড বাঁশঘর সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন মাঠে এ ফ্রি মেডিকেল ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়।
এর আগে পৌর সোনাপুর আবুর দোকানের সামনে এবং ১নং কাঞ্চনপুর ইউনিয়ন শেপালীপাড়া নবীগঞ্জ বাজারে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়।
এছাড়াও এই ফ্রি মেডিকেল ক্যাম্প সেবা চলমান থাকবে বলে জানিয়েছেন বিএনপির নেতা সাইফুল ইসলাম।
সরেজমিনে গিয়ে দেখা যায়, ডাঃ আরমান খান জয়সহ বিশেষঞ্জ ডাক্তারদের ব্যবস্থাপত্র অনুযায়ি রোগিদেরকে বিনা মূল্যে চিকিৎসা সেবা ও ঔষধ সরবারহ করা হচ্ছে।
এ সময় রোগী আসা যাওয়াসহ সার্বিক সহযোগিতা করেন, লক্ষ্মীপুর জেলা ছাত্রদলের সহ-সভাপতি বিল্লাল হোসেন বাবু, রামগঞ্জ উপজেলা ছাত্রদলের সভাপতি জহির রায়হান বাবু, সাধারন সম্পাদক রাকিব হাসান, পৌর ছাত্রদলের সভাপতি শাহিন আলম মুন্না, সাধারন সম্পাদক হুমায়ুন কবির সাদ্দামসহ ছাত্রদলের নেতাকর্মীরা। সেবা নিতে শিশু, নারীসহ নানা বয়সের ৫শতাধিক মানুষ আসেন। তাঁরা বিনা মূল্যে ঔষধ ও চিকিৎসা সেবা পেয়ে খুশি।
উপজেলা ছাত্রদলের আহবায়ক জহির রায়হান বাবু বলেন, ফ্রান্স বিএনপি'র কোষাধাক্ষ মো: সাইফুল ইসলাম ভাইয়ের উদ্যোগে প্রথমে আমরা বন্যার্থদের মাঝে ত্রান সামগ্রী বিতরণ করি। বর্তমানে রামগঞ্জে বন্যার পানি কমতে শুরু করলেও পানিবাহিত রোগসহ বিভিন্ন রোগের পাদুর্ভাব দেখা দিয়েছে।
তাই সাইফুল ভাইয়ের উদ্যোগে এটাসহ আমরা মোট ০৩টি ফ্রি মেডিকেল ক্যাম্পের আয়োজন করেছি।
এ কার্যক্রম পুরো উপজেলাব্যাপী চলমান থাকবে।
ফ্রি মেডিকেল ক্যাম্পের উদ্যোক্তা ও ফ্রান্স বিএনপি'র কোষাধাক্ষ মো: সাইফুল ইসলাম জানান, এখন বন্যার পানি নামতে শুরু করছে। মানুষের মাঝে রোগের প্রকোপও বৃদ্ধি পাচ্ছে। তাই বন্যাদুর্গত মানুষের সেবায় মানবিক কারনে এগিয়ে আশা। এ কার্যক্রম চলমান থাকবে।
উল্লেখ্য, ফ্রান্স বিএনপি'র কোষাধাক্ষ মো: সাইফুল ইসলাম ২৩ আগস্ট দেশে আসার পর উপজেলার ১০ হাজার বন্যার্তদের মাঝে খাদ্য সামগ্রীও বিতরন করেছেন। তিনি রামগঞ্জ সরকারি কলেজ শাখা ছাত্রদলের সাবেক যুগ্ন আহবায়ক ছিলেন।
Editor : Md.Moslauddin (Bahar) Cell: 01919802081 Dhaka Office :: Manni Tower, Road 09,House : 1258 Mirpur Dhaka. Cell:01747430235 email : manobsomoynews@gmail.com Chattogram office :: Lusai Bhaban,( 2nd Floor) Cheragi Pahar Circle, Chattogram. Cell: 01919802081
© All rights reserved manobsomoy