মানব সময় ডেস্ক :
আজ ১ সেপ্টেম্বর ২০২৪ তারিখ রোজ রবিবার জাতীয় ভোক্ত অধিকার সংরক্ষণ
অধিদপ্তরের চট্টগ্রাম বিভাগীয় কার্যালয় ও জেলা কার্যালয় কর্তৃক ছাত্র জনতার সমন্বয়ে চট্টগ্রাম মহানগরীর চকবাজার এলাকার কাচাবাজারে অভিযান পরিচালনা করা হয়। বিভিন্ন নিত্য প্রয়োজনীয় পণ্যের মূল্য স্থিতিশীল রাখার লক্ষ্যে এ তদারকি কার্যক্রম পরিচালনা করা হয়।
তদারকিকালে শাহজাহানের মাছের দোকানকে মাছের রং দেওয়ার অপরাধে ৩০০০ , ইলিয়াস মাংসের দোকানকে মূল্য তালিকা প্রদর্শন না করায় ১০০০৳, বিনিময় স্টোরকে মেয়াদোত্তীর্ণ পণ্য বিক্রয়ের জন্য সংরক্ষণ ও এমআরপি বিহীন পণ্য বিক্রয়ের জন্য সংরক্ষণের জন্য ১০,০০০ টাকা এবং খাজা মাংসের দোকানকে মূল্য তালিকা প্রদর্শন না করায় ২০০০ টাকা জরিমানা করে সতর্ক করা হয়েছে।
জনস্বার্থে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের এরূপ তদারকি কার্যক্রম অব্যাহত থাকবে বলে জানানো হয়।
Editor : Md.Moslauddin (Bahar) Cell: 01919802081 Dhaka Office :: Manni Tower, Road 09,House : 1258 Mirpur Dhaka. Cell:01747430235 email : manobsomoynews@gmail.com Chattogram office :: Lusai Bhaban,( 2nd Floor) Cheragi Pahar Circle, Chattogram. Cell: 01919802081
© All rights reserved manobsomoy