আমার শহরে বৃষ্টি ভীষণ
চোখে আষাঢ়ের বর্ষণ
ভালোবাসা গুমড়ে কাঁদে
না পাওয়ার বেদনাতে ।
ব্যথারা নীল সাগরে
বালুকায় আছড়ে পড়ে
কালো মেঘ যায় উড়ে
জানি না কোন সে সুদূরে ।
সারাদিন ঝরছে বৃষ্টি টুপটাপ
দুরন্ত শৈশব উঁকি মারে ঝুপঝাপ
মনের গভীরে ফেলে আসা দিন
যেন কান্না হয়ে ঝরে নিশিদিন ।
আষাঢ়ে ঝরছে আকাশের বেদনা
মন আজ হারিয়েছে কোথায় অজানা
কিশোরী খুঁজে দুচোখের তারায়
ডুবেছিল একদিন অচেনা ভালোবাসায় ।
আমার শহরে বৃষ্টি আজ সারাদিন
তোমার শহরে মেঘেরা ভাসছে অমলিন
স্মৃতিরা কাঁদছে বরষার ধারাতে
আষাঢ়ের প্রথম কদম খোঁপাতে ।
Editor : Md.Moslauddin (Bahar) Cell: 01919802081 Dhaka Office :: Manni Tower, Road 09,House : 1258 Mirpur Dhaka. Cell:01747430235 email : manobsomoynews@gmail.com Chattogram office :: Lusai Bhaban,( 2nd Floor) Cheragi Pahar Circle, Chattogram. Cell: 01919802081
© All rights reserved manobsomoy