মানব সময় ডেস্ক :
বন্দরনগরী চট্টগ্রামের ইপিজেড মোড়স্থ হোটেল মুনের অভ্যন্তরে পুলিশী অভিযানে অসামাজিক ও অনৈতিক কার্যকলাপে লিপ্ত থাকায় বন্দর থানার কর্তব্যরত পুলিশ অফিসার এসআই (নি.) আব্দুল্লাহ আল নোমান গোপন সূত্রে খবর পেয়ে অনৈতিক, কুরুচিপূর্ণ কাজে লিপ্ত থাকায় ৫ জন পুরুষ ও ৫ জন নারীসহ মোট ১০ জনকে গ্রেফতার করেছেন ।
বন্দর থানা পুলিশের টিম ডিউটি করাকালে বিশ্বস্ত সূত্রে প্রাপ্ত সংবাদের ভিত্তিতে গত ২৮ শে জুন দিবাগত রাতে দেড়টার দিকে ১০ নর-নারীকে আটক করেছেন।
গ্রেফতারকৃতদের বিরুদ্ধে নন-এফআইআর প্রসিকিউশন দাখিল করে বিজ্ঞ আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো
হয়েছে বন্দর থানা সূত্রে জানা গেছে।
Editor : Md.Moslauddin (Bahar) Cell: 01919802081 Dhaka Office :: Manni Tower, Road 09,House : 1258 Mirpur Dhaka. Cell:01747430235 email : manobsomoynews@gmail.com Chattogram office :: Lusai Bhaban,( 2nd Floor) Cheragi Pahar Circle, Chattogram. Cell: 01919802081
© All rights reserved manobsomoy