অদ্য ০৩/০৬/২০২৪ তারিখে রাউজান উপজেলায় গ্রাম আদালত দ্বি-মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়, উত্ত সভায় সভাপতিত্ব করেন সভাপতি উপজেলা নির্বাহী অফিসার, রাউজান, জনাব অংগ্যজাই মারমা মহোদয়, গ্রাম আদালতের নথি ব্যবস্থাপনা ও সঠিকভাবে গ্রাম আদালত পরিচালনার উপর গুরুত্ব দেন এবং গ্রাম আদালত কার্যকরণে ইউনিয়ন পরিষদের সচিবদের দায়িত্ব ও করণীয় বিষয়সমূহ আলোচনা করেন। তিনি আরও বলেন, প্রতিটি ইউনিয়নে সপ্তাহে অন্তত ২ দিন করে গ্রাম আদালত পরিচালনা করতে হবে এবং বিগত ৩ মাসের মামলা গ্রহণ ও নিষ্পত্তির তথ্য পর্যালোচনা করে লক্ষ্যমাত্রা অনুযায়ী মামলা গ্রহণ ও নিষ্পত্তির উদ্যোগ গ্রহণের জন্য নির্দশনা দেন। সভায় সঞ্চালনায় ছিলেন উপজেলা সমন্বয়কারী জনাব মিলটন চাকমা এবং জনাব মো: ওসমান গণি।
Editor : Md.Moslauddin (Bahar) Cell: 01919802081 Dhaka Office :: Manni Tower, Road 09,House : 1258 Mirpur Dhaka. Cell:01747430235 email : manobsomoynews@gmail.com Chattogram office :: Lusai Bhaban,( 2nd Floor) Cheragi Pahar Circle, Chattogram. Cell: 01919802081
© All rights reserved manobsomoy