মোহাম্মদ বাবুল মিয়া বাবলা
সীতাকুণ্ড প্রতিনিধিঃ
সীতাকুণ্ড পৌরসভার ১ নং ওয়ার্ডের উত্তর এয়াকুব নগর গ্রামে ওলিয়ে কামেল মরহুম মাওলানা মাহমুদুর রহমান কমপ্লেক্সের পক্ষ থেকে এক গুণীজন সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। একই দিন মিনার ও মহিলা মাদরাসার নির্মাণ কাজের ফলক উন্মোচন করা হয়।
এতে সংবর্ধিত ও প্রধান অথিথি হিসেবে উপস্থিত ছিলেন, সীতাকুণ্ড থানার অফিসার ইনচার্জ মোঃ কামাল উদ্দিন পিপিএম। শনিবার দুপুরে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
মাওলানা মোঃ শফিকুল্লাহ সঞ্চালনায় মাহমুদুর রহমান কমপ্লেক্সের সভাপতি মোহাম্মদ শাহ আলমের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় ওসি, সীতাকুণ্ড সরকারি উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক নজির আহমদ ও এবং আমেরিকার প্রবাসী আবুল খায়ের ওয়াহিদীকে গুণীজন সংবর্ধনা দেওয়া হয়েছে। এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গের উপস্থিতিতে গুণীজন সংবর্ধনা দেওয়া হয়েছে। তাছাড়াও উক্ত অনুষ্ঠানে ওমর হান্নান, জয়নাল আবেদীন ও আবুল হাসান চৌধুরীকে সম্মাননা স্মারক প্রদান করেন। সীতাকুণ্ড প্রেসক্লাবের সহ-সভাপতি জহিরুল ইসলাম, সাংবাদিক জাহেদুল আনোয়ার চৌধুরী, মফিজ ওয়াহিদী সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ কে ফুলেল শুভেচ্ছা দেওয়া হয়েছে।
Editor : Md.Moslauddin (Bahar) Cell: 01919802081 Dhaka Office :: Manni Tower, Road 09,House : 1258 Mirpur Dhaka. Cell:01747430235 email : manobsomoynews@gmail.com Chattogram office :: Lusai Bhaban,( 2nd Floor) Cheragi Pahar Circle, Chattogram. Cell: 01919802081
© All rights reserved manobsomoy