ক্রীড়া প্রতিবেদন,চট্টগ্রাম :
চট্টগ্রাম জেলা ক্রীড়া সংস্থা (সিজেকেএস)'র ব্যবস্থাপনায় আয়োজিত প্রিমিয়ার ও প্রথম বিভাগ দাবা লিগ ১৬ মে( কাল বৃহস্পতিবার )থেকে শুরু হচ্ছে ।
বৃহস্পতিবার সিজেকেএস কনভেনশন হলে প্রিমিয়ার লিগের উদ্বোধন করা হবে।প্রিমিয়ার লিগে ১০টি দল এবং প্রথম বিভাগে মোট ২৭টি দল অংশগ্রহণ করতে যাচ্ছে। প্রিমিয়ার লিগের দলগুলো হচ্ছে কোয়ালিটি স্পোটর্স ক্লাব,
আবেদীন ক্লাব,বাকলিয়া একাদশ,লিটল ব্রাদার্স, পাঁচলাইশ যুব সংঘ,কর্ণফুলী ক্লাব, ফ্রেন্ডস্ ক্লাব, ব্রাদার্স ইউনিয়ন, আগ্রাবাদ কমরেড ক্লাব ও মোহামেডান স্পোর্টিং ক্লাব ব্লুজ।
প্রথম বিভাগের দলগুলো হচ্ছে ফিরিঙ্গীবাজার লাকী স্টার ক্লাব, বাংলাদেশ রেলওয়ে এস.এ, চট্টগ্রাম আবাহনী লিঃ, মাদারবাড়ী উদয়ন সংঘ, আগ্রাবাদ নওজোয়ান ক্লাব,হালিশহর লাকী ক্লাব, সিটি ক্লাব, ক্যাথলিক ক্লাব, কল্লোল সংঘ গ্রীণ, কল্লোল সংঘ, কোয়ালিটি ব্লুজ, শতাব্দী গোষ্ঠী, ফ্রেন্ডস ক্লাব (জুনিয়র), রাইজিং ষ্টার ক্লাব, রাইজিং ষ্টার ক্লাব (জুনিয়র), এম এইচ স্পোর্টিং ক্লাব, টাউন ক্লাব, ডবলমুরিং ক্লাব, পিডিবি আর.সি গ্রীণ, ফায়ার সার্ভিস স্পোর্টস ক্লাব, , চিটাগাং ক্লাব লিমিটেড, বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ ক্রীড়া চক্র (লাল), নবীন মেলা, রাফা ক্রিকেট ক্লাব, চবক ক্রীড়া সমিতি (সাদা), চবক ক্রীড়া সমিতি ও রেলওয়ে র্যাঞ্জার্স। প্রিমিয়ার লীগের ১০টি দলে ৬০ জন খেলোয়াড় এবং প্রথম বিভাগের ২৭টি দলে ১৬২ জন খেলোয়াড় সহ মোট ২২২ জন খেলোয়াড় অংশগ্রহণ করছে।
এ লিগে দাবার খেতাব প্রাপ্ত আর্ন্তজাতিক মাস্টার, ফিদে মাস্টার, কয়েকজন ভারতের খেলোয়াড় সহ ১২০ জন আন্তর্জাতিক রেটেড দাবাডু অংশগ্রহনের করবে।
তবে কোন গ্রান্ড মাস্টার খেলছেনা। প্রিমিয়ার লীগের খেলা বিশ্ব দাবা নিয়ন্ত্রক সংস্থা ফিদে কর্তৃক স্বীকৃত পদ্ধতিতে ৯ রাউন্ড রবীন লীগ এবং প্রথম বিভাগ এর খেলা ৯ রাউন্ড সুইস লিগ পদ্ধতিতে অনুষ্ঠিত হবে। প্রিমিয়ার ডিভিশন লীগের সবগুলো খেলা অনলাইনে সরাসরি প্রচার করা হবে। সারা বিশ্বের সকল দর্শক উক্ত খেলাসমূহ সরাসরি উপভোগ করতে পারবে।
এবারের লিগে পাঁচ জন ভারতীয় দাবাড়ু অংশ নিলেও তারা কেউই খেতাব প্রাপ্ত নয়। এবারের লিগের বাজেট ধরা হয়েছে তিন লক্ষ বাহাত্তর হাজার টাকা।
লিগের প্রাক্কালে গতকাল (১৪ মে, মঙ্গলবার )বিকেলে সিজেকেএস সম্মেলন কক্ষে এক সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। এতে লিখিত বক্তব্য পাঠ করেন দাবা কমিটির সম্পাদক তনিমা পারভিন। বক্তব্য রাখেন সিজেকেএস দাবা কমিটির সহ -সভাপতি অ্যালেক্স আবদুল আলিম, সিজেকেএস সহ-সভাপতি সৈয়দ আবুল বশর, অতিরিক্ত সাধারণ সম্পাদক সৈয়দ সাহাব উদ্দিন শামীম, যুগ্ম সম্পাদক আমিনুল ইসলাম।
এ সময় উপস্থিত ছিলেন নির্বাহী সদস্য দিদারুল আলম, ইঞ্জিনিয়ার জসিম উদ্দিন, রাশেদুর রহমান মিলন, সাবেক নির্বাহী সদস্য আ.ন.ম ওয়াহিদ দুলাল, দাবা কমিটির ভাইস চেয়ারম্যান মহসিন জামান পাপ্পু, যুগ্ম সম্পাদক রাকিবুল ইসলাম সাচ্চু,প্রকৌশলী এস এম তারেক, মোঃ আলী কায়সার, সৈয়দ আবদুল আহাদ, ফিদে মাস্টার আবদুল মালেক, সদস্য নুরুল আমিন, মো: ইসহাক, মির্জা আরিফুর রহমান, শারমিন কবির লিসা, জেসমিন আক্তার জেসি সহ বিভিন্ন ক্লাব ও সংগঠনের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন ।
Editor : Md.Moslauddin (Bahar) Cell: 01919802081 Dhaka Office :: Manni Tower, Road 09,House : 1258 Mirpur Dhaka. Cell:01747430235 email : manobsomoynews@gmail.com Chattogram office :: Lusai Bhaban,( 2nd Floor) Cheragi Pahar Circle, Chattogram. Cell: 01919802081
© All rights reserved manobsomoy