মানব সময় ডেস্ক :
অদ্য ২৯/০৩/২৪/ইং সকাল ১০ ঘটিকায় হোটেল ল্যান্ড মার্ক এ আগ্রাবাদ ডবলমুরিং অঞ্চল সভাপতি মো : রফিকুল ইসলাম এর সভাপতিত্বে ও দপ্তর সম্পাদক মো :সোহেল আহমেদ এর সঞ্চালনায় উক্ত ইফতার সামগ্রী বিতরণ অনুষ্ঠিত হয়।
এতে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় কার্যনিবার্হী কমিটির সি:সহ সভাপতি এম জহিরুল আলম,সাধারণ সম্পাদক মোঃ লিয়াকত আলী হাওলাদার,যুগ্ম সাধারণ সম্পাদক মো: জাহাঙ্গীর হোসেন,সাংগঠনিক সম্পাদক মো : আলী আরশাদ, সহ সাংগঠনিক সম্পাদকঃ কে এম মাহাবুবুর রহমান লিংকন, ক্রিড়া ও সাংস্কৃতিক সম্পাদক সৈয়দ মাইনুলু ইসলাম মইন,কার্যনির্বাহী সদস্য জনাব মোঃ মামুন খান, কার্যনির্বাহী সদস্যঃ জনাব মোঃ মনিরুজ্জামান।
আগ্রাবাদ ডবলমুরিং অঞ্চলের সাধারণ সম্পাদক মো: মামুন খান সবুজ। ইপিজেড পতেংগা অঞ্চলের সাধারণ সম্পাদক এডভোকেট মো : আবু হানিফ। আগ্রাবাদ ডবলমুরিং অঞ্চলের অন্যান্য কার্যকরী কমিটির সদস্যবৃন্দ এতে উপস্থিত ছিলেন। প্রায় ৫০ জন হত দরিদ্র মানুষের মধ্যে এ ঈদ উপহার সামগ্রী বিতরণ করা হয়।
Editor : Md.Moslauddin (Bahar) Cell: 01919802081 Dhaka Office :: Manni Tower, Road 09,House : 1258 Mirpur Dhaka. Cell:01747430235 email : manobsomoynews@gmail.com Chattogram office :: Lusai Bhaban,( 2nd Floor) Cheragi Pahar Circle, Chattogram. Cell: 01919802081
© All rights reserved manobsomoy