অগ্নিঝরা মার্চ
নাজমুন নাহার লাডলী :
অগ্নিঝরা মার্চে আবার
আগুন জ্বলুক সবার প্রাণে।
কোথায় আমার দামাল ছেলেরা
বোনের সম্ভ্রম লুটায় ধরায়
তবুও সবাই নিরব কেন ?
আর কতকাল থাকবে ঘুমে
জেগে উঠার হয়েছে সময়
নতুন করে জাগতে হবে ।
মাতৃঋণ করো পরিষোধ
শিক্ষা নাও অগ্রজের
কেমন করে করলো স্বাধীন
মাতৃভূমি মাতৃভাষা !!
আর কতকাল থাকবে নিরব
দোহাই দিবে ভাগ্যটাকে
ঘুমিয়ে আছো কোন ভরসায়
মহামানবের বীণের আশায় ?
মাতৃভূমি ভূলুন্ঠিত
হয় না যেন আর কখনও
দাঁড়াও এবার সোজা হয়ে
মাতৃভাষা যায় হারিয়ে ।
সবখানেতে অরাজকতা
ছিনতাই আর রাহাজানি
ঘুষখোরদের দৌড়াত্ম
বাড়ছে যেন হু হু করেই ।
কোথায় আমার রয়েল বেঙ্গল
মায়ের আঁচল ছিন্ন ভিন্ন
আর থেকো না ডেড়ায়
তোমরা চুপটি করে ।
স্বাধীন দেশের রাজপথে
আজও কেন রক্ত ঝরে
আর কতকাল লড়তে হবে
গরীব দুঃখীর অন্ন যাবে ?
মা জননী অশ্রু মুছে
লুকিয়ে আজও আঁচল তলে
বাবার পিঠে আজও কেন
চাবুকের কালশীটে দাগ ?
যৌতুকপ্রথা যায় না কেন
আজও এ দেশ ছেড়ে
কেন নারীরা হয় নির্যাতিত
এখনও ঘরে ঘরে ?
কোন সাহসে হায়েনারা
আজও দাঁড়ায় মাথা তুলে
অন্যায়ের কেন হয় না বিচার
ন্যায় কেন নিরবে কাঁদে ?
আমার দামাল ছেলেরা উঠ জেগে
অগ্নি ঝরা মার্চে আবার
আগুন জ্বালাও সবার প্রাণে
গর্জে উঠ সব বাঘেরা আমার
হাতে হাত রেখে গড় দেশটাকে ।
০৭ই মার্চ ২০২১ইং,
Editor : Md.Moslauddin (Bahar) Cell: 01919802081 Dhaka Office :: Manni Tower, Road 09,House : 1258 Mirpur Dhaka. Cell:01747430235 email : manobsomoynews@gmail.com Chattogram office :: Lusai Bhaban,( 2nd Floor) Cheragi Pahar Circle, Chattogram. Cell: 01919802081
© All rights reserved manobsomoy