সিটি প্রতিনিধি, চট্টগ্রাম :
২২ জানুয়ারি দামপাড়াস্থ চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ লাইন্স সদর দপ্তরের কনফারেন্স হলে সিএমপির ডিসেম্বর-২০২৩ মাসের মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়।
উক্ত সভায় সভাপতি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ কমিশনার কৃষ্ণ পদ রায়,বিপিএম (বার), পিপিএম (বার)।
সভায় সিএমপি কমিশনার তার বক্তব্যে নগরীর আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক থাকায় সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জ্ঞাপন করেন এবং এই ধারা অব্যাহত রাখার জন্য সকল থানা ও মহানগর গোয়েন্দা বিভাগকে যৌথভাবে কাজ করার পরামর্শ প্রদান করেন।
তিনি সকল জোনের ডিসিদের মাদক ও ছিনতাই প্রতিরোধে অধিকতর তৎপর হতে জোরালো ভাবে বলেন। দায়েরকৃত মামলা ও অভিযোগ সমূহের দ্রুত ব্যবস্থা গ্রহণ করে পুলিশি সেবা নিশ্চিত করতে নির্দেশ দেন।
এছাড়াও ট্রাফিক বিভাগকে আরো গতিশীল হওয়ার জন্য নির্দেশ প্রদান করেন।
উক্ত সভায় আরো উপস্থিত ছিলেন সিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (প্রশাসন ও অর্থ)এম এ মাসুদ ,অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম এন্ড অপারেশন)আ স ম মাহতাব উদ্দিন, পিপিএম-সেবা; অতিরিক্ত পুলিশ কমিশনার (ট্রাফিক) আবদুল মান্নান মিয়া, বিপিএম-সেবা; উপ-পুলিশ কমিশনার (সদর) মোঃ আব্দুল ওয়ারীশ ( অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতিপ্রাপ্ত) মহোদয়সহ পুলিশের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।
সভায় বিগত ডিসেম্বর -২০২৩ ইং ৬৪টি ভালো কাজের জন্য বিভিন্ন ক্যাটেগরিতে সকল স্তরের ৩৬ জন পুলিশ সদস্যকে নগদ অর্থ পুরস্কার প্রদান এবং বিগত ২০২৩ এর শ্রেষ্ঠ বিভাগের ডিসি হিসেবে নির্বাচিত হয়েছেন অতিরিক্ত ডিআইজি মোহাম্মদ মোস্তাফিজুর রহমান, পিপিএম (বার), উপ-পুলিশ কমিশনার (দক্ষিণ)এবং শ্রেষ্ঠ সহকারী পুলিশ কমিশনার নির্বাচিত হয়েছেন অতনু চক্রবর্তী,সহকারী পুলিশ কমিশনার(কোতোয়ালী জোন)।
শ্রেষ্ঠ থানা-কোতোয়ালী ( এস এম ওবায়েদুল হক, পুলিশ পরিদর্শক ) ; গোয়েন্দা বিভাগের শ্রেষ্ঠ টিম মোঃ রুহুল আমিন, পুলিশ পরিদর্শক (নিঃ), ডিবি-দক্ষিণ, সিএমপি, চট্টগ্রাম; শ্রেষ্ঠ এসআই-১ম মোঃ মেহেদী হাসান, কোতোয়ালী থানা, শ্রেষ্ঠ এসআই-২য় এসআই (নিঃ) মোঃ আব্দুল্লাহ,বায়েজিদ বোস্তামী থানা, শ্রেষ্ঠ এএসআই-১ম এএসআই (নিঃ) সোহেল আহমেদ, পাঁচলাইশ থানা,শ্রেষ্ঠ এএসআই-২য় এএসআই (নিঃ) রাজীব দে, খুলশী থানা, শ্রেষ্ঠ ওয়ারেন্ট তামিলকারী এসআই-এসআই (নিঃ) মেহেদী হাসান, কোতোয়ালী থানা,শ্রেষ্ঠ ওয়ারেন্ট তামিলকারী এএসআই- এএসআই (নিঃ) সোহেল আহমেদ, পাঁচলাইশ থানা,শ্রেষ্ঠ অস্ত্র উদ্ধারকারী অফিসার (১ম)- এসআই (নিঃ) সঞ্জীব কুমার আচার্য্য, কোতোয়ালী থানা,শ্রেষ্ঠ অস্ত্র উদ্ধারকারী অফিসার (২য়)-এসআই (নিঃ) শরীফ উদ্দিন, চান্দগাঁও থানা, শ্রেষ্ঠ মাদক উদ্ধারকারী অফিসার এসআই (নিঃ) রনি তালুকদার, ইনচার্জ বক্সিরহাট পুলিশ ফাঁড়ি, শ্রেষ্ঠ চোরাইগাড়ী উদ্ধারকারী অফিসার (১ম)- এসআই (নিঃ) মোহাম্মদ ইমরান, চকবাজার থানা,শ্রেষ্ঠ চোরাইগাড়ী উদ্ধারকারী অফিসার (২য়)- এসআই (নিঃ) মোঃ নুরুল আবছার,খুলশী থানা,চট্টগ্রাম।
Editor : Md.Moslauddin (Bahar) Cell: 01919802081 Dhaka Office :: Manni Tower, Road 09,House : 1258 Mirpur Dhaka. Cell:01747430235 email : manobsomoynews@gmail.com Chattogram office :: Lusai Bhaban,( 2nd Floor) Cheragi Pahar Circle, Chattogram. Cell: 01919802081
© All rights reserved manobsomoy