হোসেন বাবলা (নিজস্ব প্রতিনিধি মানব সময়) :
চট্টগ্রাম মহানগরের ইপিজেড থানা ও ৩৯ ওয়ার্ড আওয়ামী লীগের উদ্যোগে বিজযয়ের ৫২ তম দিবস উপলক্ষে আলোচনা সভায় ১০ ডিসেম্বর রোববার বিকেলে দক্ষিণ হালিশহর উচ্চ বিদ্যালয় মাঠে
প্রধান অতিথির বক্তব্যে চট্টগ্রাম -১১আসন থেকে জাতীয় সংসদ নির্বাচনে তৃণমূল আওয়ামী লীগের মনোনীত স্বতন্ত্র প্রার্থী জিয়াউল হক সুমন উপরোক্ত কথাগুলো বলেন, থানা আঃ লীগের সভাপতি হাজী সুলতান নাছির উদ্দিনের সভাপতিত্বে ও সাবেক কাউন্সিলর, ওয়ার্ড আওয়ামী লীগ সভাপতি হাজী মোঃ আসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি, কাউন্সিলর সুমন আরো বলেন, তৃণমূল আওয়ামী লীগের নেতৃবৃন্দরা নিজ ভিটেমাটি,সম্পদ বিক্রি শেখ মুজিবুর রহমানের আদর্শ গড়া আওয়ামী লীগ কে আজো বাঁচিয়ে রেখেছে।
আর এই সুযোগ সন্ধানী,সুবিধাবাদী, বর্ণচোরাদের নেতা,ভন্ড জাপা- জামায়াতের এজেন্ট খ্যাত,বেয়াইলীগ প্রধান এম এ লতিফ বিগত ১৫ বছর ধরে বন্দর-পতেঙ্গা ইপিজেড এলাকাবাসীর চরম অন্যয়, প্রতারণা করেছেন বলে অভিযোগ করেন। তিনি বিগত বছরের ন্যায় এবারও মূল দলের নেতাকর্মীদের বাধ দিয়ে চোরাবর্ণের মতোই আবারও নৌকার মাঝি হতে লাগামহীন আবোল তাবোল প্রলাভ বকছেন। আমাদের লোকের সেই দিন আপনার জন্য চ্যালেঞ্জ নিয়ে ভোটে যদি কাজ না করতো তাহলে আপনি এমপি হওয়ার স্বপ্ন থেকে গোসাইলডাঙ্গার খালে পড়ে থাকতেন। আর আপনার গোপন তথ্য ফাঁস করলে (লতিফ) পালানোর পথ পাবে না। আপনি সর্তক হয়ে কথা বলবেন।
বিশেষ অতিথির বক্তব্যে নগর আওয়ামী লীগের সদস্য রোটারিয়ান হাজী মোঃ ইলিয়াস বলেন, আপনি এমপি লতিফ বিগত বছরে নয়াহাট ও পতেঙ্গায় হাসপাতাল, দাতব্য সংস্থা এবং সেবা কেন্দ্র চালু প্রকল্প গুলো কয় গেল, আপনার বেয়াইলীগ, স্বাধীনতা আ্ন্ত জেলা (ডাকাত বাহিনী), নারী শক্তি ও ভিক্ষা কমিটির সৌদি অনুদানের প্রজেক্ট দিয়ে আঃ লীগের নেতাকর্মীদের চরম তামশা করছেন। আগামী ৭ জানুয়ারি লতিফ কে স্বতন্ত্র প্রার্থীর পক্ষে সমুনের পক্ষে গণরায় দিয়ে বিতাড়িত করতে প্রস্তুত হচ্ছেন।
সাবেক আহ্বায়ক হাজী মোঃ হারুন উর রশীদ বলেন, আপনি এমপি লতিফ কাকে চোর বলছেন-যারা সে দিন সুজন ভাইয়ের মতো শক্তি শালী প্রার্থী কে বাদ দিয়ে আবারো নৌকায় ভোট দিয়ে জয়যুক্ত করিয়ে সংসদে পাঠিয়ে তাদের কে চোর বলে তথ্য সন্ত্রাস করছেন..!
বিজয় দিবসের আলোচনা সভায় আরো বক্তব্য রাখেন নগর আওয়ামী লীগ নেতা, সাবেক কাউন্সিলর এইচ এম সোহেল, কাজী এনামুল হক মুনিরী, বন্দর থানা আঃ লীগ সাধারণ সম্পাদক হাজী মোঃ ইলিয়াস, ইপিজেড থানা আঃ লীগ সাধারণ সম্পাদক মোঃ সেলিম আফজল, আঃ লীগ নেতা আবু তাহের, মোঃ আজম,ফরিদ উদ্দিন বাবর, মোঃ শরীফ, সেলিম রেজা, হাজী আক্কাস সও, হারুন উর রশীদ,পতেঙ্গা থানা আঃ লীগ নেতা এস এ ইসলাম,ওয়াহিদুল আলম মাষ্টার,আলী আকবর চৌধুরী,৪০নং ওয়ার্ড আওয়ামী লীগের নেতা জাহাঙ্গীর আলম শান্ত, নজরুল ইসলাম মিন্টু, শামসুল হক, ৩৮নং ওয়াড আঃ লীগ সাধারণ সম্পাদক হাজী মোঃ হাসান, কেন্দ্রীয় উপ-কমিটির অন্যতম সদস্য শেখ নওশের সরোয়ার পিল্টু, ওয়াসিম আকরাম, স্বেচ্ছাসেবক লীগের মোঃ মামুনুজ্জামান, শ্রমিক লীগ নেতা মোঃ জাহিদ হোসেন, হাজী মোঃ ফরিদুল আলম,মহিলা আওয়ামী লীগ নেত্রী মিসেস শারমিন ফারুক সুলতানা,আফরোজ খানম, নাসিমা আক্তার, নাসরিন জাহান
সহ যুবলীগ,ছাত্রলীগ স্বেচ্ছাসেবক, শ্রমিক লীগ,পেশাজীবী পরিষদের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
এছাড়া আয়োজিত আলোচনা সভায় নির্বাচনী এলাকার থানা ও ওয়ার্ড পর্যায়ের নেতৃবৃন্দ সহ ইউনিট নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
Editor : Md.Moslauddin (Bahar) Cell: 01919802081 Dhaka Office :: Manni Tower, Road 09,House : 1258 Mirpur Dhaka. Cell:01747430235 email : manobsomoynews@gmail.com Chattogram office :: Lusai Bhaban,( 2nd Floor) Cheragi Pahar Circle, Chattogram. Cell: 01919802081
© All rights reserved manobsomoy