সিটি প্রতিনিধি, চট্টগ্রাম :
২১/১১/২০২৩ ইং তারিখে চট্রগ্রাম ডবলমুরিং থানাদীন পানওয়ালাপাড়া, সবুজবাগ লেইন, লেদু বাবুর্চির বাড়ির বাশিন্দা, মো: মঞ্জুর আলম (৪৫)পিতা মৃত আবুল কালাম ফিরিঙ্গী বাজার মাছের ব্যবসা করেন প্রতিদিনের ন্যায় আনুমানিক রাত ৩.৫০ ঘটিকায় ব্যবসার উদ্দেশ্যে বাসা থেকে বের হলে, উৎপেতে থাকা ঘাতক মো: আবুল কালাম (৫০) পিতা মৃত লেদু বাবুর্চি মঞ্জুর আলমকে ধারালো চুরি দিয়ে আঘাত করে তার মৃত্যু নিশ্চত করার জন্য বাড়ি পথ আটকে রাখে যেহেতু মেডিকেল নিয়ে যেতে না পারে।এমতাবস্থায় মঞ্জুর আলমের বাড়ির লোকজন থানায় জরুরী সেবায় কল করলে কিছুক্ষনের মধ্যে পুলিশ এসে ঘাতক আবুল কালামকে ধরেনিয়ে গেলে, মঞ্জুর আলমের পরিবারের লোকজন তাকে দ্রুত চট্রগ্রাম সরকারি মেডিকেল হাসপাতালে নিয়ে গেলে অতিরিক্ত রক্তক্ষরনের কারনে তাহার একটি কিডনি কেটে ফেলে দিতে হয়।এখন উনি চট্রগ্রাম মেডিকেল আই সি ইউতে মৃত্যুর সাথে পাঞ্জালড়ছে,এরপরে ডবলমুরিং মডেল থানায় ২১/১১/২০২৩ ইং তারিখে ৩২৩/৩২৪/৩০৭/৫০৭ দ:বি: ধারায় একটি মামলা করা হয়,মামলা নং১১(১১)২০২৩ ইং যাহার জি আর মামলা নং-২১৮/২০২৩ ইং।
উক্তমামলাটির তদন্ত ভার পান এস আই মো: আবু সাইদ।উক্ত মামলার সুস্থ তদন্ত করে উপযুক্ত বিচারের আওতায় আনলে সমাজে দ্রিস্টান্ত হয়ে থাকবে।
Editor : Md.Moslauddin (Bahar) Cell: 01919802081 Dhaka Office :: Manni Tower, Road 09,House : 1258 Mirpur Dhaka. Cell:01747430235 email : manobsomoynews@gmail.com Chattogram office :: Lusai Bhaban,( 2nd Floor) Cheragi Pahar Circle, Chattogram. Cell: 01919802081
© All rights reserved manobsomoy