মানব সময় ডেস্ক :
অদ্য ২৩/১১/২০২৩ খ্রিঃ সময় দুপুর আনুমানিক ১৪:৩০ ঘটিকায় ইপিজেড থানাধীন ব্যারিস্টার সুলতান আহমেদ চৌধুরী ডিগ্রি কলেজ রোড সংলগ্ন মা মনি এন্টারপ্রাইজ এর সামনে মেইন রাস্তার উপর দিয়ে দ্রুত গতিতে চলমান একটি *কাভার্ড ভ্যান যাহার রেজি নং- চট্ট মেট্টো ট ০৫- ০০৪৬* নিয়ন্ত্রন হারিয়ে পথচারী গার্মেন্টস শ্রমিক *১/ইমন চাকমা(২০)*, কার্ড নং- পিটি ০০০৪৩৪,বর্তমান- ব্যারিস্টার কলেজ,মহিউদ্দিন বিল্ডিং,ইপিজেড, স্থায়ী ঠিকানাঃ কৃপাপু,দিঘীনালা,খাগড়াছড়ি, *২/,জুয়েল চাকমা (২৪)*,কার্ড নং- পিটি ০০০৭৮৬, বর্তমান- মেহের ভবন, ২নং মাইলের মাথা,ইপিজেড, স্থায়ী- দুত্তাং,রাঙামাটি সদর,রাঙামাটি, ও *৩/ লিমন চাকমা (২৬)* কাড নং- পিটি ০০০৫৮৬, বর্তমান- জসিম ভবন,ব্যারিষ্টার কলেজ,ইপিজেড,স্থায়ী ঠিকানাঃ শুকনা ছড়ি,বনমোগীছড়া,জুড়াছড়ি,রাঙামাটি - কে উক্ত কাভার্ড ভ্যান নিয়ন্ত্রণ হারিয়ে সজোরে ধাক্কা দিলে উল্লেখিত ভিকটিমরা গুরুতর আঘাতপ্রাপ্ত হলে উপস্থিত লোকজন উক্ত ভিকটিম দেরকে উদ্ধার করে দুপুর ১৫:১০ ঘটিকা চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে জরুরী বিভাগে নিয়ে গেলে কর্মরত চিকিৎসক উক্ত ৩ জনের মধ্যে *লিমন চাকমাকে* মৃত ঘোষণা করেন। বাকি ২ জন কে চিকিৎসার জন্য ভিবিন্ন ওয়ার্ডে প্রেরন করেন। কাভার্ড ভ্যান এর চালক পলাতক। কার্ভাড ভ্যানটি বর্তমানে ইপিজেড থানা হেফাজতে রয়েছে। জানা যায় নিহত ও আহত শ্রমিকেরা সিইপিজেডের পেসিফিক ক্যাজুয়াল লি: এর শ্রমিক। কাজ শেষে বাসায় ফেরার পথে উক্ত দুর্ঘটনার শিকার হন। জয়ন্ত চাকমা- ০১৬২৬-০৪৪৯২ ফ্যাক্টরির শ্রমিক ভিকটিমদের সাথে হাসপাতালে আছেন।
আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন আছে।
Editor : Md.Moslauddin (Bahar) Cell: 01919802081 Dhaka Office :: Manni Tower, Road 09,House : 1258 Mirpur Dhaka. Cell:01747430235 email : manobsomoynews@gmail.com Chattogram office :: Lusai Bhaban,( 2nd Floor) Cheragi Pahar Circle, Chattogram. Cell: 01919802081
© All rights reserved manobsomoy