মোহাম্মদ খোকা,(ভোলা):
স্বাধীনতার পর ১৯৭২ সালের ১১ নভেম্বর ঢাকার ইঞ্জিনিয়ার্স ইনিস্টিটিউশন মিলনায়তনে এক যুব কনভেনশনের মধ্য দিয়ে যুবলীগে প্রতিষ্ঠা করা হয়। ১৯৭২-সাল থেকে এই সংগঠনটি রাজপথে মুক্তিযুদ্ধের চেতনায় অসাম্প্রদায়িক, গণতান্ত্রিক শোষণমুক্ত বাংলাদেশ প্রতিষ্ঠার সংগ্রামে রাজপথে।
ভোলার তজুমদ্দিন শম্ভুপুর ইউনিয়ন আওয়ামী যুবলীগ কেক কাটার মধ্যদিয়ে শনিবার সন্ধ্যা ৭-টায় ইঞ্জিনিয়ার আবু নোমান হাওলাদার পাটি অফিসে ৫১তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন করেন। এ-সময় যুবলীগ নেতাকর্মীরা বলেন আওয়ামী-লীগ সরকার ক্ষমতায় আসলে দেশের উন্নয়ন হয়। আওয়ামী-লীগের পক্ষ থেকে মননয় প্রত্যাশী সাবেক ছাত্রনেতা, তথ্য ও যোগাযোগ প্রযুক্তির উপ-কমিটির অন্যতম সদস্য বিবিএস ও নাহী গ্রুপের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার আবু নোমান হাওলাদারের নেতাকর্মীরা আরও বলেন -
দেশের উন্নয়নের সার্থে চতুথর্বার মাননী প্রধান-মন্ত্রী শেখ হাসিনাকে ক্ষমতায় রাখার জন্য ঐক্যবদ্ধভাবে প্রধান-মন্ত্রীর কর্মী হয়ে কাজ করতে হবে। এ-সময় উপস্থিত ছিলেন যুবলীগ নেতা নিরব পন্ডিত, ইউসুফ মিঝি, আলাউদ্দিন ব্যপারী, রিয়াজ মাতাব্বর, আলাউদ্দিন প্যানা, সাকেব ছাত্রনেতা সোহাগ মুন্সি সহ অনান্য নেতাকর্মী।
Editor : Md.Moslauddin (Bahar) Cell: 01919802081 Dhaka Office :: Manni Tower, Road 09,House : 1258 Mirpur Dhaka. Cell:01747430235 email : manobsomoynews@gmail.com Chattogram office :: Lusai Bhaban,( 2nd Floor) Cheragi Pahar Circle, Chattogram. Cell: 01919802081
© All rights reserved manobsomoy