আদালত প্রতিনিধি, চট্টগ্রাম :
নগরের বাকলিয়া থানার ইয়াবার মামলায় মো.নজরুল ইসলাম প্রকাশ শহীদুল্লাহ (১৯)নামে এক ব্যক্তিকে ৫ বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত।
মঙ্গলবার (৭ নভেম্বর) চতুর্থ অতিরিক্ত চট্টগ্রাম মহানগর দায়রা জজ শরীফুল আলম ভূঁঞার আদালত এ রায় দেন।
মো.নজরুল ইসলাম প্রকাশ শহীদুল্লাহ (১৯), কক্সবাজার জেলার টেকনাফ থানার বালুখালী এলাকার ঘোনারপাড়ার মনির আহম্মেদের ছেলে।
রায়ের বিষয়টি বাংলানিউজকে নিশ্চিত করেন আদালতের বেঞ্চ সহকারী মো. ওমর ফুয়াদ।
মামলার নথি থেকে জানা যায়, ২০১৬ সালের নগরের বাকলিয়া থানার নতুন ব্রিজ এলাকা থেকে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে মো.নুরুল ইসলাম প্রকাশ শহীদুল্লাহকে গ্রেফতার
করা হয়। এ সময় তার কাছ থেকে ৫০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। এ ঘটনায় বাকলিয়া থানায় মামলা হলে তদন্ত শেষে আদালতে অভিযোগপত্র দিলে ২০২২ সালের ২ মার্চ আসামির বিরুদ্ধে অভিযোগ গঠন করে বিচার শুরু হয়।
মহানগর দায়রা জজ আদালতের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর মো. নোমান চৌধুরী বাংলানিউজকে বলেন, চারজন সাক্ষীর সাক্ষ্য ও প্রমাণের ভিত্তিতে ইয়াবার মামলা অভিযোগ প্রমাণিত হওয়ায় আদালত মো.নজরুল ইসলাম প্রকাশ শহীদুল্লাহকে ৫ বছর সশ্রম কারাদণ্ড, ৫ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও ৬ মাস বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন। নজরুল জামিনে গিয়ে পলাতক রয়েছে। তার বিরুদ্ধে সাজা পরোয়ানামূলে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়েছে। মামলা পরিচালনায় পিপিকে সহযোগিতা করেন অ্যাডভোকেট মোহাম্মদ আবু ঈসা।
বাংলাদেশ সময় ১৮২০ ঘণ্টা, নভেম্বর ০৭, ২০২৩
এমআই/টিসি
Editor : Md.Moslauddin (Bahar) Cell: 01919802081 Dhaka Office :: Manni Tower, Road 09,House : 1258 Mirpur Dhaka. Cell:01747430235 email : manobsomoynews@gmail.com Chattogram office :: Lusai Bhaban,( 2nd Floor) Cheragi Pahar Circle, Chattogram. Cell: 01919802081
© All rights reserved manobsomoy