মোঃ-সেলিম রেজা তাজ, স্টাফ রিপোর্টারঃ
যশোর ব্যাটালিয়ন (৪৯ বিজিবি) কর্তৃক ৯০,০০০ ইউএস ডলার, ভারতীয় ১,৬১০ রুপি এবং বাংলাদেশী নগদ ৩২,৪৮০ টাকাসহ ০১ জন আসামীকে আটক করেছে ৪৯ বিজিবি।
আজ ১১ অক্টোবর বুধবার যশোর ব্যাটালিয়ন (৪৯ বিজিবি), নিজস্ব সোর্স তথ্যের ভিত্তিতে জানতে পারে যে, ডলারের একটি বড় চালান ভারত হতে বাংলাদেশে পাচার হতে পারে। উক্ত তথ্যের ভিত্তিতে যশোর ব্যাটালিয়ন (৪৯ বিজিবি) এর একটি চৌকশ টহল দল মেইন পিলার ১৮/৮-এস হতে ৫০ গজ বাংলাদেশের অভ্যন্তরে বেনাপোল পোর্ট থানাধীন সাদিপুর গ্রামস্থ বেনাপোল আইসিপি এর স্ক্যানিং রুমে অবস্থান নেয়।
কিছু সময় পর আনুমানিক ৭টার সময় টহলদল ভারত হতে আগত একজন পাসপোর্টধারী যাত্রীর গতিবিধি সন্দেহজনক হওয়ায় তার সাথে থাকা ব্লেন্ডার মেশিনের ভেতর অভিনব কায়দায় লুকায়িত অবস্থায় ৯০,০০০ ইউএস ডলারসহ তাকে আটক করা হয়।
যার বর্তমান মূল্য ৯৯,০৫,৪০০/- (নিরানব্বই লক্ষ পাঁচ হাজার চারশত) টাকা। প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে বাংলাদেশী নাগরিক বলে স্বীকার করে এবং উক্ত ইউএস ডলার সে অবৈধভাবে হুন্ডি/মানি লন্ডারিং উদ্দেশ্যে বহন করছিল। পরবর্তীতে তার লাগেজ/ব্যাগ তল্লাশি করে ভারতীয় ১৬১০ রুপি এবং বাংলাদেশী নগদ ৩২,৪৮০/- টাকা জব্দ করা হয়।
বিজিবি জানায়,আটককৃত আসামী-মোঃ মানিক মিয়া (৩৭), পিতাঃ মান্নান মিয়া, গ্রাম/পোস্টঃ আব্দুল্লাহপুর, উপজেলাঃ অষ্টগ্রাম, জেলাঃ কিশোরগঞ্জ। আটককৃত ইউএস ডলার, ভারতীয় রুপি ও বাংলাদেশী টাকাসহ সর্বমোট সিজার মূল্য ৯৯,৪০,০৮২/- (নিরানব্বই লক্ষ চল্লিশ হাজার বিরাশি) টাকা।
আটককৃত ইউএস ডলার, ভারতীয় রুপি ও বাংলাদেশী টাকাসহ আসামীকে বেনাপোল পোর্ট থানায় হস্তান্তর করার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
Editor : Md.Moslauddin (Bahar) Cell: 01919802081 Dhaka Office :: Manni Tower, Road 09,House : 1258 Mirpur Dhaka. Cell:01747430235 email : manobsomoynews@gmail.com Chattogram office :: Lusai Bhaban,( 2nd Floor) Cheragi Pahar Circle, Chattogram. Cell: 01919802081
© All rights reserved manobsomoy