সিটি প্রতিনিধি, চট্টগ্রাম :
বীর চট্টলা কাব্য পরিষদের কাব্য প্রেরণা যৌথ কাব্যগ্রন্থের মোড়ক উন্মোচন, অভিষেক ও গুণিজন সংবর্ধনা অনুষ্ঠান ২০২৩ অনুষ্ঠিত হয়েছে। আজ ০৭ অক্টোবর ২০২৩ খ্রি. রোজ শনিবার বেলা ০৩.০০ ঘটিকা থেকে রাত ০৮.০০ ঘটিকা পর্যন্ত জেলা শিল্পকলা একাডেমি, চট্টগ্রামে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত ও গীতা পাঠের মাধ্যমে অনুষ্ঠান শুরু হয়। জাতীয় সঙ্গীত পরিবেশন করার পর বীর চট্টলা কাব্য পরিষদের অনুষ্ঠান উদ্বোধন ঘোষণা করা হয়। সাহিত্যের কলম ধরি, মানবিক দেশ গড়ি এই স্লোগানে চমৎকার পরিবেশে মনোমুগ্ধকর আবহে অনুষ্ঠিত এই আয়োজনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জান্নাতুল ফেরদৌস আলেয়া, কবি, লেখক, সিনিয়র জেলা ও দায়রা জজ, চট্টগ্রাম, উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন নজরুল ইসলাম বাঙালি, কবি, গীতিকার, সংগঠক ও সহকারী কমিশনার, কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট বিভাগ, প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন শিহাব রিফাত আলম, কবি, সংগঠক ও চেয়ারম্যান, জাগ্রত ব্যবসায়ী ও জনতা বাংলাদেশ, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ ম দেলোয়ার জাহান, কবি, গবেষক ও সংগঠক, লায়ন নবাব হোসেন মুন্না,সমাজসেবক,লেখক ও মানবিক সংগঠক, সুলতানা নুরজাহান রোজী, কবি, লেখক, সংগঠক, সমাজসেবী, শিক্ষানুরাগী ও বিশিষ্ট ফ্যাশন ডিজাইনার, আব্দুল্লাহ আল মামুন, এ্যাসিস্ট্যান্ট ভাইস প্রেসিডেন্ট, এবি ব্যাংক লিমিটেড, কবি ও কথাসাহিত্যিক, মোঃ ইসকান্দর মিয়া, লেখক, কার্যকরী সভাপতিচট্টগ্রাম বন্দর ব্যবহারী শ্রমিক কর্মচারী লীগ (সিবিএ), হাসনা খাতুন, কবি সংগঠক ও আবৃত্তিশিল্পী, মাসুম খান, কবি ও লেখক, বীরশ্রেষ্ঠ মুক্তিযোদ্ধা শুক্কুর চৌধুরী কবি ও লেখক। আলোচক হিসেবে উপস্থিত ছিলেন প্রফেসর ড. সন্দীপক মল্লিক, কবি, গবেষক, গীতিকার ও সংগীতশিল্পী, বাংলা বিভাগ, ফারইস্ট ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি, ঢাকা, ফারুক জাহাঙ্গীর, কবি, সংগঠক ও ইতিহাস গবেষক, নুরুল কবির করিমী, কবি, সাহিত্যিক ও প্রাবন্ধিক প্রমুখ। উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিবি ফাতেমা, কবি, সংগঠক ও মানবাধিকার সংগঠক, প্রতিষ্ঠাতা সভাপতি, বীর চট্টলা কাব্য পরিষদ। অনুষ্ঠানের প্রধান অতিথি তার বক্তব্যে সাহিত্যের নানাদিক আলোচনার পাশাপাশি বীর চট্টলা কাব্য পরিষদের ভূয়সী প্রশংসা করেন। এ রকম আয়োজন পরিষদে'র বিস্তারে ভূমিকা রাখবে, কবি ও সাহিত্যিকদের নতুন সৃষ্টিশীলতার ক্ষেত্রে উৎসাহিত প্রদান করবে। এ রকম পরিষদের অনুষ্ঠান আয়োজনের জন্য পরিষদের কর্তৃপক্ষকে ধন্যবাদ জানান এবং আগামীতে এ প্রক্রিয়া অব্যাহত রাখার জন্য আহ্বান জানান। পুরো অনুষ্ঠানের সঞ্চালনায় ছিলেন জেবুন্নেছা জেবু, কবি ও উপস্থাপক, ইশরাত জাহান তনুকা, কবি ও উপস্থাপক। এছাড়া স্বাগত বক্তব্য রাখেন এড. এম আবু বক্কর তালুকদার, জসীম উদ্দীন চৌধুরী( সমাজসেবক ও লেখক),জাভেদ নাছিম (ঢাকা), গীতিকার এ কে এম সেলিম আহমেদ, কবি ইলিয়াস সরকার। পুরো অনুষ্ঠান সার্বিক তত্ত্বাবধানে ছিলেন বীর চট্টলা কাব্য পরিষদের সদস্যবৃন্দ। অনুষ্ঠানে প্রধান আলোচক, উদ্বোধক, বিশেষ অতিথি, আলোচক সহ সাংবাদিক, কলকাতা এবং বিভিন্ন জেলা থেকে আগত কবি ও সাহিত্যিকগণেরা কবিতা আবৃত্তি, বক্তব্য ও গান পরিবেশন করেন। বীর চট্টলা কাব্য পরিষদের ব্যবস্থাপনায় প্রতিষ্ঠাতা বিবি ফাতেমার সম্পাদনায়" কাব্য প্রেরণা" যৌথ কাব্যগ্রন্থের মোড়ক উন্মোচন করা হয়। সবশেষে আমন্ত্রিত কবি, সংগঠক, সাহিত্যিক ও সাহিত্যানুরাগীদের ভোজন বিলাসের মাধ্যমে বিভিন্ন ক্যাটাগরিতে বিশেষ অবদান রাখার জন্য সম্মাননা স্মারক ও সম্মাননা সনদপত্র প্রদান করা হয়। সবশেষে অনুষ্ঠানের সভাপতি সমাপনী বক্তব্যের মধ্য দিয়ে অনুষ্ঠান সমাপ্তি ঘোষণা করেন।
Editor : Md.Moslauddin (Bahar) Cell: 01919802081 Dhaka Office :: Manni Tower, Road 09,House : 1258 Mirpur Dhaka. Cell:01747430235 email : manobsomoynews@gmail.com Chattogram office :: Lusai Bhaban,( 2nd Floor) Cheragi Pahar Circle, Chattogram. Cell: 01919802081
© All rights reserved manobsomoy