সেলিম রানা চরফ্যাশন :
ভোলার চরফ্যাশন উপজেলার দক্ষিণ আইচা থানায় নতুন অফিসার ইনচার্জ (ওসি) হিসাবে যোগদান করেছেন মো. সাঈদ আহমেদ।
সোমবার (২৫ সেপ্টেম্বর) রাত ৯ টার সময় নবাগত ওসি সাঈদ আহমেদ দক্ষিণ আইচা থানায় দায়িত্বভার গ্রহন করলে থানার সকল অফিসার ও পুলিশ সদস্যরা ফুল দিয়ে বরণ করে নেন।
জানা যায়, দক্ষিণ আইচা থানায় যোগদানকৃত নবাগত ওসি সাঈদ আহমেদ ২০০৮ সালে পুলিশ বাহিনীতে যোগদান করে সুনামের সাথে চাকরি করে আসছেন।
এর আগে ভোলার মনপুরা থানায় দুইবছর ও ভোলা সাইবার ক্রাইম শাখায় তিনমাস অফিসার্স ইনচার্জ (ওসি) হিসাবে দায়িত্ব পালন করেন। এছাড়াও তিনি ২০০৩ সালে প্রেসিডেন্ট পুলিশ মেডেল (পি পি এম) বার পদক এবং ২০২০ সালে আইজিপি পুরুস্কার পদক ভূষিত হয়েছেন।
তাঁর বাড়ি ফিরোজপুর জেলার নাজিরপুর উপজেলায়।
দক্ষিণ আইচা থানার নবাগত ওসি মো. সাঈদ আহমেদ সাংবাদিকদের প্রশ্নের জবাবে বলেন, দক্ষিণ আইচা থানা এলাকায় সব ধরনের অপরাধ দমন ও আইনশৃঙ্খলার উন্নয়নে সবাইকে সঙ্গে নিয়ে কাজ করব, যাতে করে পুলিশের ভাবমূর্তি উজ্জ্বল হয়। তিনি আরো বলেন, আপনারা যদি আমার কোনো অপকর্মের তথ্য পান তাহলে আমার বিরুদ্ধে সংবাদ লিখবেন। আপনাদের সংবাদ লিখার মাধ্যমে আমি অন্যয় কাজ থেকে দূরে থাকবো। এবং সর্বশেষ সাংবাদিকদের ও সর্বসাধারণের সহযোগিতা কামনা করেন।
Editor : Md.Moslauddin (Bahar) Cell: 01919802081 Dhaka Office :: Manni Tower, Road 09,House : 1258 Mirpur Dhaka. Cell:01747430235 email : manobsomoynews@gmail.com Chattogram office :: Lusai Bhaban,( 2nd Floor) Cheragi Pahar Circle, Chattogram. Cell: 01919802081
© All rights reserved manobsomoy