মানব সময় ডেস্ক :
গত ১৫ সেপ্টেম্বর শুক্রবার, রাজধানী ঢাকার খিলগাঁও বিগ অ্যাপেল রেস্টুরেন্টে স্বপ্ন পুরণ নারী উদ্যোক্তা গ্রুপের ৪র্থ বর্ষ পূর্তি উদযাপন ও স্বপ্নজয়ী অ্যাওয়ার্ড প্রদান অনুষ্ঠানের আয়োজন করে।উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ৫নং ওয়ার্ড, ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের সম্মানিত কাউন্সিলর সমাজবন্ধু চিত্ত রঞ্জন দাস।অনুষ্ঠানে সভাপতিত্ব করেন এই সময়ের জনপ্রিয় লেখক, কবি,শিক্ষক ও নারী উদ্যোক্তা কারিগর খায়রুননেসা রিমি।
প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন জনাব খোরশেদ আলম শাহীন,সিনিয়র এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট, লংকাবাংলা ফাইন্যান্স, পিএলসি।বিশেষ অতিথি হিসেবে ছিলেন জনাব ইকবাল বাহার ও জনাব তপু রায়হান চলচ্চিত্র অভিনেতা।
নারীদেরকে উৎসাহিত করার জন্য প্রতি বছর স্বপ্ন পূরণ গ্রুপের প্রেসিডেন্ট খায়রুননেসা রিমি ২০ জন নারী উদ্যোক্তা ও শিল্প সংস্কৃতির বিভিন্ন সেক্টর থেকে ৫ জন সহ মোট ২৫ জনকে এই এওয়ার্ড প্রদান করে থাকে।নারীদেরকে স্বাবলম্বী করার লক্ষ্যে স্বপ্ন পূরণ গ্রুপের প্রেসিডেন্ট খায়রুননেসা রিমি এভাবেই নিরলস ভাবে কাজ করে যাচ্ছেন।
স্বপ্নজয়ীদের তালিকা
স্বপ্ন পূরণ ৪র্থ বর্ষপূর্তি উদযাপন ও স্বপ্নজয়ী অ্যাওয়ার্ড প্রদান অনুষ্ঠানের
২৫ জন স্বপ্নজয়ী অ্যাওয়ার্ড প্রাপ্তদের নামের তালিকা-
১। সমাজ বন্ধু চিত্ত রঞ্জন দাস
মানবিক জনপ্রতিনিধি
কাউন্সিলর, ৫ নং ওয়ার্ড
ঢা:দ:সি:ক।
২। খোরশেদ আলম শাহীন
শিক্ষানুরাগী ও পৃষ্ঠপোষক
সিনিয়র এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট
লংকা বাংলা ফাইন্যান্স পি এল সি।
৩।নাসিমা আক্তার নিশা (উই প্রেসিডেন্ট)
শ্রেষ্ঠ গ্রন্থ-একজন নিশার গল্প
৪।ইকবাল বাহার জাহিদ
প্রেসিডেন্ট, নিজের বলার মত একটা গল্প ফাউন্ডেশন
৫।তপু রায়হান
চলচ্চিত্র অভিনেতা
৬।কবি নূরজাহান শিল্পী
শ্রেষ্ঠ গ্রন্থ- কুম্ভ গহনে
৭।মো. মনিরুল ইসলাম রয়েল
শ্রেষ্ঠ প্রকাশক
৮। কবি শেখ আমিরুল ইসলাম
শ্রেষ্ঠ গ্রন্থ- কোথায় হারালে তুমি
৯।রীতা চৌধুরী
সেরা সংবাদ পাঠক
১০।জাভেদ কারদার
সিনিয়র সংবাদ পাঠক
উদ্যোক্তা অ্যাওয়ার্ড
১১। মেহেরুন নেছা লিপি
সেরা বিক্রেতা
১২।রোকসানা পপি
সেরা বিক্রেতা
১৩।আসমা হেনা সিমি
সেরা এক্টিভ সদস্য
১৪।ফেরদৌস আরা পারভীন সুমি
সেরা এক্টিভ সদস্য
১৫।জিল্লুর রহমান জুয়েল
সেরা সমাজ সেবক
১৬।আফসানা আহমেদ
সেরা সংগঠক
১৭।সুরীতি মালিথা
তরুণ এডমিন
১৮। মহুয়া ইসলাম
সিনিয়র মডারেটর
১৯।মাহফুজুর রহমান লিটন
সমাজ সেবক
২০।মেহেদী হাসান শাকিল
উদীয়মান সংগঠক
২১।মালিহা মেহজাবীন
তরুণ উদ্যোক্তা
২২।নাসরিন আক্তার সম্পা
২৩।ফাতেমা তুজ জোহরা
২৪।পুণ্য মালিথা
সর্ব কনিষ্ঠ লাখপতি উদ্যোক্তা
২৫। খায়রুননেসা রিমি
প্রেসিডেন্ট অ্যাওয়ার্ড।
স্বপ্ন পূরণ বিডি গ্রুপের প্রেসিডেন্ট খায়রুননেসা রিমি বলেন,
ইনশাআল্লাহ ভবিষ্যতে আরও বড় করে এই আয়োজন করা হবে।বাংলার কোনো নারী যাতে বেকার না থাকে স্বপ্ন পূরণ গ্রুপ সেই লক্ষ্যে কাজ করে যাচ্ছে।নারীদের অর্থনৈতিক মুক্তি ঘটলেই নারী সত্যিকার অর্থে স্বাবলম্বী হবে।নারী পুরুষ সবার সম্মিলিত প্রচেষ্টায় দেশ এগিয়ে যাবে।স্বপ্ন পূরণ গ্রুপ সেই লক্ষ্যেই গত ৪ বছর ধরে কাজ করে যাচ্ছে।স্বপ্ন পূরণ গ্রুপের মূল স্লোগান এগিয়ে চলি স্বপ্ন পূরণের লক্ষ্যে।তরুণ উদ্যোক্তাদের স্বপ্ন পূরণ করাই এই সংগঠনের মূল লক্ষ্য। ইনশাআল্লাহ এভাবেই স্বপ্ন পূরণ গ্রুপ এগিয়ে যাবে।
স্বপ্ন পূরণ ৪ র্থ বর্ষপূর্তি উদযাপন ও স্বপ্নজয়ী অ্যাওয়ার্ড প্রদান অনুষ্ঠানে ঢাকা ও ঢাকার বাইরের অনেক উদ্যোক্তারা একসাথে মিলিত হয়েছিলেন। এযেন উদ্যোক্তাদের মিলন মেলা।
স্বপ্ন পূরণ গ্রুপের প্রেসিডেন্ট ও আয়োজক-
খায়রুননেসা রিমি একাধারে একজন লেখক,কবি,
শিশুসাহিত্যিক, শিক্ষক ও উদ্যোক্তা তৈরির কারিগর। তরুণ উদ্যোক্তাদের উৎসাহিত করার জন্য প্রতি বছরই তিনি ২০ জন নারী উদ্যোক্তা ও শিল্প সংস্কৃতির বিভিন্ন অঙ্গন থেকে ৫ জনসহ মোট ২৫ জনকে এই স্বপ্নজয়ী অ্যাওয়ার্ড প্রদান করে থাকেন।
Editor : Md.Moslauddin (Bahar) Cell: 01919802081 Dhaka Office :: Manni Tower, Road 09,House : 1258 Mirpur Dhaka. Cell:01747430235 email : manobsomoynews@gmail.com Chattogram office :: Lusai Bhaban,( 2nd Floor) Cheragi Pahar Circle, Chattogram. Cell: 01919802081
© All rights reserved manobsomoy