সিটি প্রতিনিধি চট্টগ্রাম ||
গত ১৫/০৮/২০২৩ইং তারিখে ১৫:০০ ঘটিকার সময়ে ইপিজেড থানাধীন ব্যারিষ্টার কলেজ সংলগ্ন জাহিদ বিল্ডিংয়ের ৪র্থ তলায় ২৫ নাম্বার রুমের সামনে *ভিকটিম* লিটিনা চাকমা(২৩),স্বামী: চিওিমনি চাকমা,পিতা: প্রসেনজিৎ, মাতা: শিরিকা চাকমা,সাং- বঙ্গলতলী,পো: মারিশ্যা,থানা: বাঘাইছড়ি,জেলা: রাঙ্গামাটি।বর্তমানে- জাহিদ বিল্ডিংয়ের ৪র্থ তলা,২৫ নাম্বার রুম,আব্দুল মাবুদ সওদাগর রোড,ব্যারিষ্টার কলেজ সংলগ্ন, থানা: ইপিজেড, জেলা: চট্টগ্রাম বারান্দার সাথে ঘেঁষে লাগায়ো বৈদ্যুতিক তারে পৃষ্ঠ হয়ে গুরুতর আহত অবস্থায় বারান্দায় ছিটকে পড়ে যায়। তাৎক্ষণিক উপস্থিত লোকজনের সহায়তায় ভিকটিম কে চিকিৎসা জন্য আগ্রাবাদস্থ মা ও শিশু হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক ভিকটিম ১৫:৪০ ঘটিকার সময়ে মৃত ঘোষনা করে। সংবাদ পেয়ে ইপিজেড থানা পুলিশ উক্ত হাসপাতালে উপস্থিত হয়ে লাশের সুরতহাল রিপোর্ট প্রস্তুত করত: লাশের ময়না তদন্তের চমেক হাসপাতালে প্রেরন করে।
Editor : Md.Moslauddin (Bahar) Cell: 01919802081 Dhaka Office :: Manni Tower, Road 09,House : 1258 Mirpur Dhaka. Cell:01747430235 email : manobsomoynews@gmail.com Chattogram office :: Lusai Bhaban,( 2nd Floor) Cheragi Pahar Circle, Chattogram. Cell: 01919802081
© All rights reserved manobsomoy