সিলেটের আলীয়া মাদ্রাসা মাঠের তারুণ্যের সমাবেশে এসে যোগ দিয়েছেন বিএনপি নেতাকর্মীরা। বেলা আড়াইটার দিকে পুরো মাঠ কানায় কানায় ভরপুর হয়ে যায়। সকাল থেকে বিভিন্ন এলাকা থেকে বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের নেতাকর্মীরা মিছিল যোগে এসে সমাবেশে যোগ দেন। এর বাইরে সিলেট বিভাগের অপর তিন জেলা মৌলভীবাজার, হবিগঞ্জ ও সুনামগঞ্জ থেকে গাড়ির বহর নিয়ে এসে নেতাকর্মীরাও গাড়ির বহর নিয়ে এসেছেন।
আজ বিকেলে সিলেটের এই সমাবেশের আয়োজন করেছে যুবদল, স্বেচ্ছাসেবকদল ও ছাত্রদল।
সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তৃতা করবেন বিএনপি’র মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এছাড়া- বিএনপি’র সিলেট বিভাগের সিনিয়র নেতারাও সমাবেশে বক্তৃতা করবেন।
সমাবেশে যোগ দিতে সকালে সিলেট এসে পৌছেন বিএনপি’র মহাসচিব। এরপর তিনি হযরত শাহজালাল (র.) ও হযরত শাহপরান (রহ.) মাজার জিয়ারত করেছেন।
Editor : Md.Moslauddin (Bahar) Cell: 01919802081 Dhaka Office :: Manni Tower, Road 09,House : 1258 Mirpur Dhaka. Cell:01747430235 email : manobsomoynews@gmail.com Chattogram office :: Lusai Bhaban,( 2nd Floor) Cheragi Pahar Circle, Chattogram. Cell: 01919802081
© All rights reserved manobsomoy