হোসেন বাবলা, নিজস্ব প্রতিনিধি ||
চট্টগ্রাম মেট্রোপলিটন চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রিজের (সিএমসিসিআই) ২০২৩-২৫ মেয়াদে পুনরায় সভাপতি হলেন বিশিষ্ট শিল্পপতি কেডিএস গ্রুপের চেয়ারম্যান খলিলুর রহমান। এ নিয়ে তিনি টানা ৬ষ্ঠ বারের মতো মেট্রোপলিটন চেম্বারের সভাপতি নির্বাচিত হলেন।
গতকাল (শনিবার)১০জুন দুপুরে সিএমসিসিআই মিলনায়তনে ২০২৩-২৫ মেয়াদের জন্য সিএমসিসিআই ইলেকশান বোর্ডের উপস্থিতিতে নির্বাচন অনুষ্ঠিত হয়।
এতে বিনা প্রতিদ্বন্দ্বিতায় ৪৩ জন পরিচালক নির্বাচিত হন। এর মধ্য থেকে তফসিল মোতাবেক ৮ জন অফিস বিয়ারা নির্বাচিত হন। যেখানে কেডিএস লজিস্টিকস লিমিটেডের খলিলুর রহমান সভাপতি এবং ১ম সহ-সভাপতি হলেন নামরীন এন্টারপ্রাইজ লিমিটেডের শওকত আলী চৌধুরী।
এছাড়া পাঁচজন সহ-সভাপতি হলেন- দি পূর্বকোণ লিমিটেডের চেয়ারম্যান জসিম উদ্দিন চৌধুরী, দৈনিক আজাদী সম্পাদক এম. এম. মালেক, এস. আলম গ্রুপের সাইফুল আলম মাসুদ, আরাফাত ফ্যাশন গার্মেন্টস লি:র এ.এম. মাহবুব চৌধুরী ও মীর পাল্প এন্ড পেপার ইন্ডাস্ট্রিজ লি:র মোঃ আব্দুস সালাম। এ মেয়াদে কোষাধ্যক্ষ পদে নির্বাচিত হয়েছেন এস. আলম পাওয়ার প্ল্যান্ট লি:র আব্দুস সামাদ লাবু।
নির্বাচন বোর্ডের চেয়ারম্যান অধ্যক্ষ মুসা সিকদার, সদস্য অধ্যক্ষ আবু তৈয়ব, সদস্য সহকারী অধ্যক্ষ মিসেস হাসিনা খানম এবং নির্বাচন আপিল বোর্ডের চেয়ারম্যান প্রফেসর সরওয়ার জাহান ও সদস্য অধ্যক্ষ মিসবাহুর রহমানের উপস্থিতিতে নির্বাচন কমিশনার নবনির্বাচিত ৪৩জন পরিচালকের নাম ঘোষণা করেন।
তাঁরা হলেন- খলিলুর রহমান, শওকত আলী চৌধুরী, সাইফুল আলম মাসুদ, এ.এম. মাহবুব চৌধুরী, এম.এ. মালেক, মোহাম্মদ আব্দুস সালাম, জসিম উদ্দিন চৌধুরী, আব্দুস সামাদ লাবু, মো. সাহাবউদ্দিন আলম, আবুল বাশার চৌধুরী, মোহাম্মদ আব্দুল আউয়াল, মোহাম্মদ আমিনুজ্জামান ভূঁইয়া, শফিক উদ্দিন, আবুল কালাম, ডা. মহসিন জিল্লুর করিম, সেলিম রহমান, ইকবাল হোসেন চৌধুরী, মোহাম্মদ নূরুল আবছার, মো. ফেরদৌস ওয়াহিদ, প্রফেসর আহসানুল আলম পারভেজ, এস.এম. শামীম ইকবাল, এইচ.এম. হাকিম আলী, নাদের খান, প্রফেসর জাহাঙ্গীর চৌধুরী, সৈয়দ নূরুল ইসলাম, লিয়াকত আলী চৌধুরী, মোহাম্মদ এনামুল হক, ইঞ্জিনিয়ার মো. সাখাওয়াত হোসেন, হাজি এম.এ. মালেক, এস.এম. আব্দুল হাই, সৈয়দ মোহাম্মদ আবু তাহের, আলহাজ মোহাম্মদ শফি, আবু সাঈদ চৌধুরী, ডব্লিউ.আর.আই মাহমুদ রাসেল, মোহাম্মদ মহসিন, মিসেস সুলতানা শিরিন আক্তার, মোহাম্মদ দিদারুল আলম, আমির আলীহোসেন, আহমেদুল হক, এম. সোলায়মান, এফসিএমএ, সৈয়দ নজরুল ইসলাম, অজিত কুমার দাশ, বোরহানুল এইচ চৌধুরী।
নির্বাচন বোর্ডের পক্ষে অধ্যক্ষ মুসা সিকদার নবনির্বাচিত পরিচালক ও অফিস বিয়ারারদের অভিনন্দন জানান এবং নির্বাচন কার্যক্রমে সর্বাত্মক সহযোগিতার জন্য ধন্যবাদ জানান।
নবনির্বাচিত সভাপতি খলিলুর রহমান উপস্থিত পরিচালকসহ সংশ্লিষ্ট সকলকে পুনরায় তাকে সভাপতি নির্বাচিত করায় ধন্যবাদ জানিয়ে পূর্বের ন্যায় সহযোগিতা করার আহ্বান জানান।
আগামীতে সকলের সক্রিয় অংশগ্রহণের মাধ্যমে চট্টগ্রামের ব্যবসায়ীদের স্বার্থে মেট্রোপলিটন চেম্বারের কার্যক্রম আরও গতিশীল করার আশাবাদ ব্যক্ত করেন।
Editor : Md.Moslauddin (Bahar) Cell: 01919802081 Dhaka Office :: Manni Tower, Road 09,House : 1258 Mirpur Dhaka. Cell:01747430235 email : manobsomoynews@gmail.com Chattogram office :: Lusai Bhaban,( 2nd Floor) Cheragi Pahar Circle, Chattogram. Cell: 01919802081
© All rights reserved manobsomoy