ডেস্ক নিউজ:
চট্টগ্রাম উপজেলার পটিয়ায়
আবাহনী ক্রীড়াচক্র'র'উদ্যেগে ইফতার মাহফিলপটিয়া কমিউনিটি সেন্টারে আজ ১৫এপ্রিল,২৩রমজান, শনিবার বিকেলে অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের সভাপতি, পটিয়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক পৌর মেয়র অধ্যাপক মোঃ হারুনুর রশিদ।
এতে আরো বক্তব্য রাখেন পটিয়া উপজেলা আবাহনী ক্রীড়াচক্র এর পরিচালক,সিজেকেএস কাউন্সিলর প্রকৌশলী মোঃ জসিম উদ্দিন। এসময় আরো আমন্ত্রিত অতিথিরা বক্তব্য রাখেন ও উপস্থিত থেকে ইফতার মাহফিল কে সাফল্য মন্ডিত করেন। পরিশেষে বিশেষ দোয়া মাহফিল ও মোনাজাতে দেশ ও জাতির কল্যাণে বিশেষ দোয়া কামনা করা হয়েছে।
Editor : Md.Moslauddin (Bahar) Cell: 01919802081 Dhaka Office :: Manni Tower, Road 09,House : 1258 Mirpur Dhaka. Cell:01747430235 email : manobsomoynews@gmail.com Chattogram office :: Lusai Bhaban,( 2nd Floor) Cheragi Pahar Circle, Chattogram. Cell: 01919802081
© All rights reserved manobsomoy