মোঃআসাদুল ইসলাম আসাদ, বান্দরবান //
আজ ১৭ই মার্চ রোজ শুক্রবার সকাল ৯টায়, বান্দরবান বঙ্গবন্ধু মুক্তিযুদ্ধ মঞ্চে সকাল ৯টায়,বান্দরবান পার্বত্য জেলা প্রশাসনের আয়োজনে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৩ তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস ২০২৩ উদ্যাপন উপলক্ষে আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরষ্কার বিতরন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৩ তম জন্মবার্ষিকী উপলক্ষে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মাননীয় মন্ত্রী জনাব বীর বাহাদুর উশৈসিং এমপি, পুলিশ সুপার জনাব তারিকুল ইসলাম পিপিএম , জনাব মোহাম্মদ ইসলাম বেবী,মেয়র,বান্দরবান পৌরসভা সহ সকল প্রশাসনিক কর্মকর্তা কর্মচারী, শিক্ষিক ছাত্র ছাত্রী এবং সর্বস্তরের জনগণ।
এতে সভাপতিত্ত করেন, জনাব সুরাইয়া আক্তার সুইটি,অতিরিক্ত জেলাপ্রশাসক (সার্বিক),বান্দরবান পার্বত্য জেলা,
সঞ্চালনায় ছিলেন, প্রবীর বিশ্বাস সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রিট।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্যে রাখেন , জনাব ইয়ামিন পারভীন তিবরীজি, জেলাপ্রশাসক, বান্দরবান পার্বত্য জেলা,তিনি ছাত্র ছাত্রীদের উদ্দেশ্য করে বলেন,আজকে জাতিয় শিশু দিবস, এই জাতীয় শিশু দিবসে বঙ্গবন্ধুর জন্মদিন পালন করা হয় হচ্ছে,তোমারা শুনেছ বঙ্গবন্ধুর জীবনী সম্পর্কে, বঙ্গবন্ধু ঊজ্জল প্রানবন্দন একটি শিশু ছিল, তোমাদের মত একটা বয়স ছিল, তখন তিনি ছুটে বেড়াতেন,মাঠ কাঁপিয়ে বেড়াতেন,যখন তিনি সাঁতার কেটে নদীর এ পাড় থেকে ও পাড়ে যেতেন,তখন তিনি লেখাপড়া করতেন,লেখা পড়ার পাশাপাশি যখন তিনি দেখতেন,কারো বই নেই, খাতা নেই,জুতা নেই, কারো ছাতা নেই, তিনি নিজের টা তাদের কে দিয়ে দিতেন,আমার বলি যার হয় নয় দিনে হয় আর যার হয়না নব্বই দিনেও হয়না,বঙ্গবন্ধুর যে আচরণ ছিল, লেখা পড়ার আচরণ, মানবিক আচরণ, এটা তার বাল্যকাল থেকে দেখতে পাবো,বঙ্গবন্ধু বলেছে,আমার সবচেয়ে বড় শক্তি আমি আমার দেশের মানুষ কে মন ভরে ভালবাসি, আমাদের আজকের শিশুরা আগামী দিনের বাংলা গড়ার হাতিয়ার, বঙ্গবন্ধু স্বপ্ন দেখেছিল সূখি সমৃদ্ধ সোনার বাংলা বানাবে,তার সুপূর্ব প্রেরণা, আমাদের সকলের প্রেরণা চাচ্ছি, আমাদের প্রধানমন্ত্রী শেখ হাসিনা স্বপ্ন দেখেছেন, স্বপ্ন দেখেছেন বললেন ২০৪১ সালের মধ্যে এ দেশ কে স্মার্ট বাংলাদেশ বানাবে,তোমরা আগামিতে স্মার্ট বাংলাদেশ বানাবে , স্মার্ট নাগরিক হয়ে উঠবে,তাহলে বঙ্গবন্ধুর স্বপ্ন পূরণ হবে।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জনাব মোঃ তারিকুল ইসলাম, পিপিএম,পুলিশ সুপার,বান্দরবান পার্বত্য জেলা,তিনি বলেন, শুভ শুভ শুভ দিন বঙ্গবন্ধুর জন্মদিন, আপনারা জানেন,এটা মার্চ মাস,এটা গুরুত্বপূর্ণ একটা মাস,আমারা ৭ই মার্চ বলি,আমারা অগ্নি জরা মার্চ বলি, আগুন জরা মার্চ বলি,উত্তাল মার্চ বলি,২৬ শে মার্চ আমরা জাতীয় ভাবে পালন করি,এই দিন অত্যতান্তের আনন্দের দিন, গর্বের দিন,সম্মানের দিন,১৯২০ সালের এই দিনে টুঙ্গিপাড়া মুসলিম পরিবারে বঙ্গবন্ধুর জম্ম হয়, আমরা তার জম্ম থেকে মৃত্যু পযর্ন্ত দেখেছি, মানুষের জন্য,মানুষের মুক্তির জন্য, দেশের জন্য কাজ করেছেন,বঙ্গবন্ধুর ডাকে সাড়া দিয়ে এদেশের মানুষ মুক্তি যুদ্ধে জাপিয়ে পড়েছে, এদেশ স্বাধীন করেছে, আমরা জানি বঙ্গবন্ধু না থাকলে বাংলাদেশ পেতামনা, এদেশের মানচিত্র পেতামনা, লাল-সবুজের পতাকা পেতামনা।
আরো বক্তব্যে রাখান, জনাব মোহাম্মদ ইসলাম বেবী,মেয়র,বান্দরবান পৌরসভা,তিনি বলেন,জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জম্ম না হলে, একটা স্বাধীন দেশপেতাম না, একটা ভূখণ্ড পেতাম না,একটা জাতীয় সংগীত পেতাম না,আজকে সেই জাতির পিতার ১০৩ তম শুভ জন্মদিন।
এছাড়া ও আরো বক্তব্যে রাখেন,
সাজিয়া আফরোজ, উপজেলা নির্বাহী অফিসার, ডাঃ অং চালু,উপপরিচালক, পরিবার পরিকল্পনা অধিদপ্তর, বীর মুক্তি যুদ্ধা জনাব মোঃ আবুল কাসেম চৌধুরী,ক্ষুদে বক্তা আরিফুল ইসলাম, বান্দরবান সরকারি উচ্চ বিদ্যালয়।
এছাড়া আরো উপস্থিত ছিলেন, বিভিন্ন স্কুল কলেজের ছাত্র ছাত্রী, শিক্ষক, স্কাউট সদস্যরা, ছোট ছোট কমল মতি শিশুরা সহ সর্ব স্তরের জনগন।
এসময় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৩ তম জন্মবার্ষিকীর কেক কাটা হয় এবং সবাই সম্মানের সাথে বলতে থাকে, শুভ শুভ শুভ দিন, বঙ্গবন্ধুর জন্মদিন, শুভ শুভ শুভ দিন, মহান নেতার জন্মদিন।
Editor : Md.Moslauddin (Bahar) Cell: 01919802081 Dhaka Office :: Manni Tower, Road 09,House : 1258 Mirpur Dhaka. Cell:01747430235 email : manobsomoynews@gmail.com Chattogram office :: Lusai Bhaban,( 2nd Floor) Cheragi Pahar Circle, Chattogram. Cell: 01919802081
© All rights reserved manobsomoy