মানব সময় ক্রিড়া ডেস্ক :
নগরীর ইপিজেড থানাধীন দক্ষিণ হালিশহর উচ্চ বিদ্যালয়ে স্ব- শিক্ষা কার্যক্রমের অংশ হিসেবে বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগীতার ক্রীড়া সপ্তাহ শুরু হয়েছে।
বালক-বালিকা আলাদা পর্বে মোট ৩৬টি ইভেন্ট এর চূড়ান্ত পর্ব, ফাইনাল আগামী ০৭ফেব্রুয়ারী, মংগলবার সকাল সাড়ে আটটায় স্কুল মাঠে বর্ণিল আয়োজনের মধ্যে দিয়ে শুরু হচ্ছে। জাতীয় ও ক্রীড়া ইভেন্ট পতাকা উত্তোলন করে ক্রীড়া সপ্তাহের উদ্বোধন করবেন পরিচালনা কমিটির সভাপতি হাজী মোঃ সাহাব উদ্দিন। এতে সভাপতিত্ব করবেন প্রধান শিক্ষক মোঃ ইসমাইল।।
আয়োজনে মনোজ্ঞ ডিসপ্লে প্রদর্শন ও ক্রীড়া ইভেন্ট এর চূড়ান্ত পর্যায়ে বিদ্যালয় ছাত্র ছাত্রীদের অংশগ্রহণে আকর্ষণীয় যেমন খুশী তেমন সাজো প্রতিযোগিতা।
Editor : Md.Moslauddin (Bahar) Cell: 01919802081 Dhaka Office :: Manni Tower, Road 09,House : 1258 Mirpur Dhaka. Cell:01747430235 email : manobsomoynews@gmail.com Chattogram office :: Lusai Bhaban,( 2nd Floor) Cheragi Pahar Circle, Chattogram. Cell: 01919802081
© All rights reserved manobsomoy