ইসরাফিল নাঈম, নিজস্ব প্রতিবেদক
ভোলার চরফ্যাশন উপজেলার আগামী ২৯ ডিসেম্বর আসন্ন ইউপি নির্বাচনকে সমানে রেখে জিন্নাগড় ইউনিয়নের ১ নং ওয়ার্ডের সাবেক সফল ইউপি সদস্য এবং বর্তমান ফুটবল মার্কার সম্ভাব্য মেম্বার পদপ্রার্থী কবির কুতুবের বিশাল শোডাউন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার বিকেলে উপজেলার জিন্নাগড় ১ নং ওয়ার্ডে বিপুল সংখ্যক , বোরাক, অটোরিকশা নিয়ে কয়েক শতাধিক নেতাকর্মী- সমর্থক শোডাউনে অংশ নেন।
শোডাউনটি ১ নং ওয়ার্ডের বিভিন্ন স্থান প্রদক্ষিণ করে জিন্নাগড় ইউনিয়নের কুতুবগঞ্জ বাজারে এসে পথ সভায় রুপান্তরিত হয়।
এসময় জনতার উপস্থিতিতে পদপ্রার্থী কবির কুতুব বলেন, আসন্ন ইউপি নির্বাচনে ১নং ওয়ার্ডের ভোটারদের চাওয়া ও সম্মতিতে আমি আবারো মেম্বার পদ-প্রার্থী হিসেবে নির্বাচন করতে যাচ্ছি। ভোটারা যদি আমাকে ফুটবল মার্কায় ভোট দিয়ে নির্বাচিত করে তাহলে আমি এই ১নং ওয়ার্ডের যে-সকল অসম্পূর্ণ কাজ রয়েছে তা আমি সম্পুর্ন করার চেষ্টা করবো। মাদক, সন্ত্রাস, বাল্যবিবাহ মুক্ত একটি ওয়ার্ড গরবো এবং গরীব দুখী মেহনতি মানুষের পাশে থেকে তাদেরকে সেবা করবো ইনশাআল্লাহ।
Editor : Md.Moslauddin (Bahar) Cell: 01919802081 Dhaka Office :: Manni Tower, Road 09,House : 1258 Mirpur Dhaka. Cell:01747430235 email : manobsomoynews@gmail.com Chattogram office :: Lusai Bhaban,( 2nd Floor) Cheragi Pahar Circle, Chattogram. Cell: 01919802081
© All rights reserved manobsomoy