নিজস্ব প্রতিনিধিঃ
সিএমপি ইপিজেড থানাধীন সেকশন সেভেন এ্যাপারেলস লিমিটেড গত ১০/০৯/২০২২ ইং অজ্ঞাতনামা চোর বা চোরদের বিরুদ্ধে উক্ত প্রতিষ্ঠান থেকে অসাধুভাবে স্টোর রুমের জানালার গ্রিল কেটে ৬৭,৩৬,৮৫০/- (সাতষট্টি লক্ষ ছত্রিশ হাজার আটশত পঞ্চাশ) টাকার মালামাল চুরি করে নিয়া যায় মর্মে এজাহার দায়ের করলে ইপিজেড থানায় নিয়মিত মামলা রুজু করা হয়।
পরবর্তীতে সহকারী পুলিশ কমিশনার (বন্দর জোন) এর সার্বিক তত্ত্বাবধানে ইপিজেড থানার অফিসার ইনচার্জের নেতৃত্বে অত্র মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই (নিঃ) রানা প্রতাপ বনিক সহ তার সঙ্গীয় অফিসার ও ফোর্সসহ ০৭/১০/২০২২ ইং ইপিজেড থানার বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করে মোঃ এমাদুল ও মোঃ বাদল কে ১২৫ পিচ বিভিন্ন রংয়ের সেলাইয়ের সুতা, মেটাল জিপার ও অন্যান্য জিপার সহ (বিভিন্ন মাপ ও রংয়ের), একটি নীল রংয়ের বস্তার ভিতরে ২১ কেজি ৪০০ গ্রাম জিপার, একটি সাদা রংয়ের বস্তায় ২৪ কেজি ২০০ গ্রাম সর্বমোট ৪৫ কেজি ৬০০ গ্রাম জিপার, মেটাল বাটন বিভিন্ন পলিব্যাগের ভিতরে রক্ষিত বিভিন্ন মাপ ও রংয়ের ওজন ০৭ কেজি ৭০০ গ্রাম, সর্বমোট মালামালের মূল্য অনুমান ১৫,০০,০০০/- (পনের লক্ষ) টাকাসহ গ্রেফতার করেন।
Editor : Md.Moslauddin (Bahar) Cell: 01919802081 Dhaka Office :: Manni Tower, Road 09,House : 1258 Mirpur Dhaka. Cell:01747430235 email : manobsomoynews@gmail.com Chattogram office :: Lusai Bhaban,( 2nd Floor) Cheragi Pahar Circle, Chattogram. Cell: 01919802081
© All rights reserved manobsomoy