নিজস্ব প্রতিবিদকঃ
১৭সেপ্টেম্বর নগরীর দক্ষিণ হালিশহর নারিকেল তলাস্থ রিয়াজ উদ্দিন সুকানী বাড়ি নিবাসী, চট্টগ্রাম বাস ও মিনিবাস শ্রমিক ইউনিয়নের যুগ্ন সম্পাদক মোঃ সালাউদ্দিন এর পিতা মোঃ ইদ্রিস (৭১)র মৃত্যুতে গভীর শোক প্রকাশ ও শ্রদ্ধা নিবেদন করেন।
সংগঠনের ভার প্রাপ্ত সভাপতি মোঃ শহিদুল ইসলাম, সাধারণ সম্পাদক মোঃ নুরুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক মোঃ মানিক, সংগঠনের উপদেষ্টা মোঃ আব্দুর নূর বাপ্পি, স়ংগঠক এম, এ হাসান ।
এছাড়া শোক প্রকাশ করেছেন ৩৯,৪০ ও ৪১নং ওয়ার্ড মহিলা কাউন্সিলর মিসেস শাহানুর বেগম, সাবেক কাউন্সিলর মোঃ আসলাম, সামাজিক সংগঠন এর সভাপতি হাজী মোঃ হানিফ,সা: সম্পাদক মো: জাহিদ হোসেন, সাংগঠনিক সম্পাদক মোঃ শাহজাহান সাজু সহ গাউছিয়া কমিটির নেতৃবৃন্দরা গভীর শোক প্রকাশ করেছেন। তারা সকলেই মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা এবং পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন।
Editor : Md.Moslauddin (Bahar) Cell: 01919802081 Dhaka Office :: Manni Tower, Road 09,House : 1258 Mirpur Dhaka. Cell:01747430235 email : manobsomoynews@gmail.com Chattogram office :: Lusai Bhaban,( 2nd Floor) Cheragi Pahar Circle, Chattogram. Cell: 01919802081
© All rights reserved manobsomoy