চট্টগ্রাম প্রতিনিধি :
ভোলা জেলা ছাত্রফোরাম চট্টগ্রাম এর উদ্যোগে চট্টগ্রামস্ত ভোলাবাসির জন্য বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় ও হেলথ চেকআপ অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থীত ছিলেন- ভোলা জেলা ছাত্র ফোরাম চট্টগ্রাম'র উপদেষ্টা, চট্টগ্রাম কলেজের সাবেক অধ্যক্ষ জনাব, এ কে ফজলুল হক( Fazlul Huq) স্যার। বিশেষ অতিথি হিসেবে ছিলেন- ভোলা জেলা ছাত্রফোরাম, চট্টগ্রাম'র উপদেষ্টা জনাব,এম জহিরুল আলম ( M Zahirul Alam) স্যার ও
ভোলা জেলা সমিতি চট্টগ্রাম ৪নং অঞ্চলের সভাপতি আলহাজ্ব সেলিম সওদাগার সাহেব৷ রক্তের গ্রুপ নির্ণয় ও হেলথ চেকআপ করেন ভোলা জেলা ছাত্র ফোরাম চট্টগ্রাম'র চিকিৎসা বিষয়ক সম্পাদক S H Elius ও তার প্রতিনিধিদল এবং ভোলা জেলা ছাত্র ফোরাম চট্টগ্রাম এর সাবেক যুগ্ন সম্পাদক Hasnain Ahmed Rohan ভাইয়ের সহধর্মিণী।
উক্ত অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ছাত্র ফোরামের সাবেক ও বর্তমান কমিটির নেত্রীবৃন্দ।
অসংখ্য ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান সংগঠনের নেতৃবৃন্দ।
Editor : Md.Moslauddin (Bahar) Cell: 01919802081 Dhaka Office :: Manni Tower, Road 09,House : 1258 Mirpur Dhaka. Cell:01747430235 email : manobsomoynews@gmail.com Chattogram office :: Lusai Bhaban,( 2nd Floor) Cheragi Pahar Circle, Chattogram. Cell: 01919802081
© All rights reserved manobsomoy