ডেস্ক নিউজ :
গত ২রা সেপ্টেম্বর ”উত্তারাধিকার ৭১নিউজে” যে পথে তেল চুরি হচ্ছে শিরোনামে প্রকাশিত সংবাদে প্রতিবাদ জানিয়েছেন ঐ নিউজে অভিযুক্ত ইনচার্জ মাস্টার মোঃ আব্দুর রহমান ও ইনচার্জ মাস্টার মোঃ হাবিবুর রহমান।লিখিত প্রতিবাদ পত্রে দুইজনেই প্রকাশিত সংবাদের তাদের বিরুদ্ধে মিথ্যা তথ্য, বানোয়াট ও ভিত্তিহীন শব্দ উচ্চারণ এবং পরিবেশন করে মানহানি করার অপচেষ্টা করেছেন বলে জানায়।
প্রকৃত পক্ষে ঐ নিউজ পোর্টাল বা সংবাদ সংস্থার কোন প্রতিনিধি, রিপোটারের তাদের কোন তথ্যগত কথা বা সাক্ষাতও হয়নি। সেই সাথে ২রা সেপ্টেম্বরের আগে /পরে সংবাদ সংস্থায় তথ্যবরাত দিয়ে কোন কথা বলেন নি। অথচ সংবাদে তেল চুরির সাথে আমাদের জড়িয়ে নাম পদবি ব্যবহার করেছে উত্তারাধিকার নামে চট্টগ্রাম প্রতিনিধি পদবি সংবাদকর্মী।
উল্লেখ্য, যে জাহাজ গুলোর কথা লিখে সংবাদ প্রকাশ হয়েছে সেগুলোর ব্যাপারে আমরা কিছুই জানি না। আর কর্মরত জাহাজে আমরা মালিকের নির্দেশ ক্রমে বার্জ্য / অপরোশোধিত তেল ট্রাংক থেকে প্রকৃত মালিকের মিলে ফেরত যাই।যা আমরা কোথাও বিক্রি করি না বা দিয় না। জাহাজ মাষ্টারগণ এসব কাজের সাথে জড়িত নহে, সংবাদে আমাদের পদ-পদবি জড়িয়ে তথ্য বিম্রাট করে জাহাজ মালিকের নিকট খারাপ হিসেবে চিহিৃদ করতে অপচেষ্টা মাত্র।
খবরের একটি অংশে পতেঙ্গা ও নৌ-সদর পুলিশ বরাতে বহু পুরাতন কিংবা ২/৩ মাসের একটি পূর্বের ঘটনা উল্লেখ করে তেল চুরির সম্প্রতি ঘটনা বুঝাতে হাস্যকর তথ্য সংযোগ করেছে। আমরা কোন তেল চুরি/ চোরচক্রের সাথে সম্পৃক্ত নাই/ ছিলাম না। মালিকের আমদানিকৃত বৈধ তেল প্রকৃত মালিকে বা মিলে বুঝিয়ে দেওয়ার দায়িত্ব সার্ভেয়ারদের কাজ।
অতএব, মাস্টার মোঃ আব্দুর রহমান ও মাস্টার মোঃ হাবিবুর রহমান এর বিরুদ্ধে আনিত মিথ্যা অভিযোগও সংবাদটি প্রত্যাহার সহ প্রকাশিত সংবাদের তীব্র প্রতিবাদ জানিয়েছেন। আর ”উপরোল্লেখিত সংবাদ সংস্থা “টি প্রত্যাহার না করলে তথ্য প্রযুক্তি,আইসিটি আইনে ব্যবস্থা নিবেন বলে অবগত করেন।
Editor : Md.Moslauddin (Bahar) Cell: 01919802081 Dhaka Office :: Manni Tower, Road 09,House : 1258 Mirpur Dhaka. Cell:01747430235 email : manobsomoynews@gmail.com Chattogram office :: Lusai Bhaban,( 2nd Floor) Cheragi Pahar Circle, Chattogram. Cell: 01919802081
© All rights reserved manobsomoy