চট্টগ্রাম প্রতিনিধি
গত ০৩/০৮/২০২২ তারিখ রাত অনুমান ১০:৩০ ঘটিকা হতে ইং ০৪/০৮/২০২২ তারিখ সকাল অনুমান ০৮:৫০ ঘটিকার মধ্যে যেকোন সময় অজ্ঞাতনামা চোরেরা খুলশী থানাধীন ২ নম্বর গেইটস্থ হোল্ডিং নং -১০০৫ / ১ সুন্দরবন কুরিয়ার সার্ভিস প্রাঃ লিমিটেড এর ২ য় তলার পিছনের টিনের সেড কেটে ভিতরে প্রবেশ করে অফিসের ০৬ টি ক্যাশ কাউন্টার থেকে সর্বমোট- ১,৩২,২২০ / ( এক লক্ষ বত্রিশ হাজার দুইশত বিশ ) নগদ টাকা এবং আনুমানিক ২,৭০,৫০০ / - ( দুই লক্ষ সত্তর হাজার পাঁচশত ) টাকা মূল্যের বিভিন্ন মডেলের মোবাইল সেট ও হাতঘড়ি চুরি করে নিয়ে যায়।
মামলার তদন্তকালে এসআই ( নিরস্ত্র ) / মাহিন সরওয়ার সঙ্গীয় এসআই ( নিরস্ত্র ) / আবু হাসনাত মিশু , এএসআই ( নিরস্ত্র ) / সোহেল আহমেদ , এএসআই ( নিরস্ত্র ) / রাজীব দে সহকারে অভিযান পরিচালনা করতঃ তথ্য প্রযুক্তির সহায়তায় ইং ৩১/০৮/২০২২ তারিখ মোঃ জসিম উদ্দিন ( ৪৬ ) কে হাটহাজারী থানা এলাকা হতে , মোঃ খোরশেদ আলম ( ৪২ ) কে রাউজান থানা এলাকা হতে , মোঃ সাইফুল ইসলাম ( ৩৭ ) ও মোঃ রবি ( ২৮ ) দ্বয়কে চান্দগাঁও থানাধীন কাপ্তাই রাস্তার মাথা এলাকা হতে আটক করে। এই সময় আটককৃতদের নিকট হতে উল্লেখিত মালামাল সমূহ উদ্ধার পূর্বক জব্দ করেন।
উল্লেখিতরা সংঘবদ্ধ চোর চক্রের সক্রিয় সদস্য । তারা সংঘবদ্ধভাবে চট্টগ্রাম মহানগরের বিভিন্ন স্থানে চুরি সহ বিভিন্ন ধরণের অপরাধ মূলক কর্মকান্ড করে থাকে । ধৃতদেরকে জিজ্ঞাসাবাদ শেষে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে ।
উদ্ধারকৃত আলামতের বিবরণঃ ১। ০১ টি কালো রংয়ের itel বাটন মোবাইল , ২। ০১ টি নীল রংয়ের realme5 , Model RMX1911 এন্ড্রয়েট মোবাইল ৩। ০২ টি নীল রংয়ের SAMSUNG DUOS বাটন মোবাইল ৪। ০১ টি স্বর্ণালী রংয়ের HUBLOT হাতঘড়ি , ৫। ০১ টি নীল রংয়ের MI , Model MI3W এন্ড্রয়েট মোবাইল , ৬। Canon ব্যান্ডের ক্যামরার ল্যান্স ০২ টি।
চোরাই কাজে ব্যবহৃতঃ ১।০৩ টি প্লাস , ২। ০১ টি সিলাই রেঞ্জ , ৩। ০২ টি টিন কাটার , ৪। লোহার তৈরী ০১ টি টায়াল লিভার , ৫। ০১ টি নীল রংয়ের SUZUKI মোটর সাইকেল ।
Editor : Md.Moslauddin (Bahar) Cell: 01919802081 Dhaka Office :: Manni Tower, Road 09,House : 1258 Mirpur Dhaka. Cell:01747430235 email : manobsomoynews@gmail.com Chattogram office :: Lusai Bhaban,( 2nd Floor) Cheragi Pahar Circle, Chattogram. Cell: 01919802081
© All rights reserved manobsomoy