সাহিত্যে মানব সময় :
এই জন্ম যখন পাবে আরো এক জনমে নতুনত্ব্য
দেখা হবে বন্ধু সেথা কোন একদিন ,
চুকিয়ে দিবার তরে অতীতের সব ঋণ ।
অপেক্ষায় থেকো ভবিষ্যতের দোর মুখে তাকিয়ে
হাজির হবো তোমাদের'ই মাঝে বর্তমান হয়ে
সঞ্চয় সম্ভারে অতীতের ডালাখানি সাজিয়ে ।
দেখা হবে বন্ধু সেথা কোন একদিন
চা,কফি বা কোন গল্পের আড্ডায়
চেয়ে দেখা কি অবহেলায়, রুঢ় বা মুগ্ধ মায়ায় ।
দেখা হবে চুকিয়ে দিতে হিসেবের গড়মিল
দাবি দাওয়া কি পাওয়া না পাওয়ায় ,
বেসুরো গান অথবা ছন্দহীন কোন কবিতায় ।
অনেক অজানার জানায় দেখা হবে বন্ধু
চেনা নয়ত'বা অচেনা কোন দূর সীমানায়
মুখরিত আবেশে অথবা মৃত্যু শয্যায় ।
দেখা হবে বন্ধু কোন একদিন
চুকিয়ে দিবার তরে অতীতের যত ঋণ ।
দেখা হবে বন্ধু ...
Editor : Md.Moslauddin (Bahar) Cell: 01919802081 Dhaka Office :: Manni Tower, Road 09,House : 1258 Mirpur Dhaka. Cell:01747430235 email : manobsomoynews@gmail.com Chattogram office :: Lusai Bhaban,( 2nd Floor) Cheragi Pahar Circle, Chattogram. Cell: 01919802081
© All rights reserved manobsomoy