ভুল করে হৃদয়ের বন্ধ দ্বারের কড়া নাড়া দিও না কেউ
দরজার ওপারে স্বপ্ন ভাঙা ঝড় , কষ্টের জলোচ্ছ্বাস
আর বয়ে চলেছে দুঃখের সমুদ্রের বাধ ভাঙা ঢেউ ।
বন্ধ দরজার ওপারের বদ্ধ নগরে চলছে অবিরাম যুদ্ধ
নিজো স্বত্ত্বার সাথে ক্ষুরধার কথার আঘাতে আঘাতে
বিনিদ্র রজনী দিশাহীন , প্রভাতহীন ক্ষোভে ক্ষুব্ধ ।
হৃদয়ের বন্ধ ঘরে আবদ্ধ জীবনে স্যাত স্যাতে রঙহীন দেয়ালে
কতো স্মৃতির মানচিত্র বাধানো, যতনে রয়েছে সাজানো,
বাহির থেকেই ফিরে যাও পথিক , রেখে আমায় বেখেয়ালে ।
হৃদপিন্ডের গভীরে বসত গড়েছে যন্ত্রণার যে ক্ষয় রোগ
নিরাময়ের উচ্ছেদ ভাবনায় যদি হেরে যায় মনোপ্রাণ
জয় হউক তবে সে যন্ত্রণা থেকে যাওয়ারই জয় হউক ।
Editor : Md.Moslauddin (Bahar) Cell: 01919802081 Dhaka Office :: Manni Tower, Road 09,House : 1258 Mirpur Dhaka. Cell:01747430235 email : manobsomoynews@gmail.com Chattogram office :: Lusai Bhaban,( 2nd Floor) Cheragi Pahar Circle, Chattogram. Cell: 01919802081
© All rights reserved manobsomoy