চট্টগ্রাম প্রতিনিধি :
আজ আন্তজার্তিক মাদক বিরোধী দিবস উপলক্ষে নন্দনকানন ক্লাবের উদ্যাগে নন্দনকাননে ২ নং গলির মুখে আজ বিকেল পাঁচটায় এক মাদক বিরোধী সমাবেশ অনুষ্ঠিত হয়। নন্দনকানন ক্লাবের সামির সাকির চৌধুরীর সভাপতিত্বে সামির বক্সের সঞ্চলনায় সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন করোনা প্রতিরোধক বুথের উদ্ভাবক ও কেন্দ্রীয় যুবলীগের সাবেক উপ -অর্থসম্পাদক হেলাল আকবর চৌধুরী বাবর। এসময় তিনি বলেন-
মাদক এক জটিল সমস্যার নাম। মাদকাসক্তি আধুনিক সভ্যতার ভয়ংকরতম ব্যাধিগুলোর অন্যতম। বিশ্বে অগণিত সফল জ্ঞানী, বুদ্ধিজীবী, সমাজের অনুরূপ সফল মানুষের জীবন ও পরিবার ধ্বংস হয়েছে মাদকের কারণে। দিনে দিনে এই সমস্যা আরো প্রকট হয়ে উঠছে। একটা পরিবারে একজন সদস্য মাদকাসক্ত হয়ে পড়লেই সেই পরিবারে নেমে আসে বিভীষিকাময় পরিবেশ। মাদককে ঘিরে যেসব সমস্যা তৈরি হয় সেটা একটা পরিবারকে বিপর্যয়ের দিকে ঠেলে নিয়ে যায়।
বর্তমানে আমাদের দেশে মায়ানমার থেকে আসা ইয়াবা ভারত থেকে আসা ফেনসিডিল যুবকদের আকৃষ্ট করছে তারা যখন এই নেশায় আসক্ত হয়ে পড়ে তখন এর খরচ যোগাতে সামাজিক অপরাধে লিপ্ত হয়ে পড়ছে, যার ফলশ্রুতিতে প্রজন্মকে রক্ষা করতে মাদককে বয়কট করতে হবে, মাদক ব্যবসায়ীকে সমাজচ্যুত করতে হবে। আধুনিক বাংলাদেশ বিনির্মাণ ও জননেত্রী শেখ হাসিনার হাতকে আরও শক্তিশালী করতে মাদক নির্মূল অপরিহার্য।
এসময় উপস্থিত ছিলেন মহানগর স্বেচ্ছাসেবকলীগের সহ-সভাপতি মনোয়ার জাহান মনি, সৌরভ বিকাশ বড়ুয়া বিতান, এম কুতুবউদ্দিন চৌধুরী, শিবু প্রসাদ চৌধুরী, মোঃ তসলিম, পংকজ রায়, মোরশেদ আলম, কাজী দেলোয়ার হোসেন, শেখ রিয়াজুদ্দিন রাজু, মোঃ জাহেদ, মোঃ দেলোয়ার, সাব্বির চৌধুরী , তোফাজ্জেল হোসেন জিকো, আবু তাহের রানা, কামরুল হাসান, সৈয়দ হোসেন তুষার, রুপম সরকার, নূর মুনতাসীর সোহান, ফয়সাল কাদেরী, প্রমুখ।
Editor : Md.Moslauddin (Bahar) Cell: 01919802081 Dhaka Office :: Manni Tower, Road 09,House : 1258 Mirpur Dhaka. Cell:01747430235 email : manobsomoynews@gmail.com Chattogram office :: Lusai Bhaban,( 2nd Floor) Cheragi Pahar Circle, Chattogram. Cell: 01919802081
© All rights reserved manobsomoy