ডেস্ক নিউজ :
আলোর পথে-যুব সাহিত্য ফোরাম এর উদ্যোগে
সিলেট সহ বন্যাত্ব বানভাসি দূর্গত মানুষের মাঝে সহায়তার জন্য বিশেষ বর্ধিত ও সমন্বয় সভা বৃহস্পতিবার,২৩ জুন সন্ধ্যায় বন্দর টিলাস্থ জাহাঙ্গীর হোটেল ২য় তলায় সম্পন্ন হয়।
সভায় বক্তব্য রাখেন সংগঠনের আহ্বায়ক ও সংগঠক মুঃবাবুল হোসেন বাবলা, সহকারী সম্পাদক মোঃ শাহেদুর রহমান শাহেদ, সমন্বয়কারী মোঃ মোরশেদ আলম,এম , মোসলেহ উদ্দীন বাহার, সদস্য ছালেহ মাহমুদ আনসারী, শামসুদ্দিন রবিন, মোঃ বেলাল উদ্দিন, আকতার হোসেন, শাখাওয়াত হোসেন, মোঃ ইকবাল হোসেন, বেলাল হোছাইন সওদাগর সহ বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ ও নির্বাহী সদস্য গণ উপস্থিত ছিলেন।
শীঘ্রই বিশেষ বন্যাত্ব তহবিল গঠনের প্রস্তাব গৃহীত হয়েছে।
Editor : Md.Moslauddin (Bahar) Cell: 01919802081 Dhaka Office :: Manni Tower, Road 09,House : 1258 Mirpur Dhaka. Cell:01747430235 email : manobsomoynews@gmail.com Chattogram office :: Lusai Bhaban,( 2nd Floor) Cheragi Pahar Circle, Chattogram. Cell: 01919802081
© All rights reserved manobsomoy