কলেজ প্রতিনিধি, চট্টগ্রাম ||
সাবেক প্রধানমন্ত্রী,বিএনপি চেয়ারপার্সন,আপোষহীন দেশনেত্রী বেগম খালেদা জিয়া'র আশু রোগমুক্তি কামনায়চ ট্টগ্রাম কমার্স কলেজ ছাত্রদলের উদ্যোগে মিলাদ ও দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়।
অদ্য ১৭ জুন শুক্রবার বিকাল ৫ টায় বাদ আছর হালিশহর একটি জামে মসজিদ ও এতিমখানায় মিলাদ ও দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়।
এ সময় মিলাদ ও দোয়া মোনাজাতে দেশনেত্রী বেগম খালেদা জিয়া'র আশু রোগমুক্তি কামনা,দেশনায়ক তারেক রহমানের সুস্বাস্থ্য কামনা,অবৈধ স্বৈরাচারী সরকার কর্তৃক গুম-খুনের শিকার নেতা-কর্মীদের জন্য দোয়া ও কারাবন্দি সকল নির্যাতিত নেতা-কর্মীদের মুক্তি ও সুস্থতা কামনা করা হয়।এতে উপস্থিত ছিলেন কমার্স কলেজ ছাত্রদলের আহবায়ক মোঃ মেহেদী হাসান রায়হান,সদস্য সচিব ফয়সাল উদ্দিন,যুগ্ম আহবায়ক আব্দুল মুরাদ,মিজানুর রহমান,সদস্য ইসমাঈল হোসেন,আকতার হোসাইন সহ নেতৃবৃন্দ।
Editor : Md.Moslauddin (Bahar) Cell: 01919802081 Dhaka Office :: Manni Tower, Road 09,House : 1258 Mirpur Dhaka. Cell:01747430235 email : manobsomoynews@gmail.com Chattogram office :: Lusai Bhaban,( 2nd Floor) Cheragi Pahar Circle, Chattogram. Cell: 01919802081
© All rights reserved manobsomoy