নেত্রকোণা প্রতিনিধিঃ বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি নেত্রকোণা জেলা ইউনিটের আয়োজনে ২ দিন ব্যাপি মৌলিক ও প্রাথমিক চিকিৎসা বিষয়ক প্রশিক্ষণ শুরু হয়েছে।
আজ শনিবার (১১ জুন) সকাল ১১ টায় আটপাড়া উপজেলা তেলিগাতী সরকারি কলেজে এ প্রশিক্ষণ কর্মশালা শুরু হয়।
এ সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ শাকিল আহমেদের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন
উপজেলা পরিষদের চেয়ারম্যান ও আটপাড়া উপজেলা শাখা আওয়ামীলীগের সভাপতি হাজী মোঃ খায়রুল ইসলাম। বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন আবু নাসের তালুকদার (মিলু), স্বাগত বক্তব্য রাখেন তেলিগাতী সরকারি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ আবুল কাশেম।
এ ছাড়াও অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন তেলিগাতী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ইকবাল নুর লাভলু। এতে উপস্থিত ছিলেন তেলিগাতী ও দুওজ ইউনিয়ন আওয়ামী লীগ এর নেতৃবৃন্দ এবং রেড ক্রিসেন্টের নেতৃবৃন্দ ও তেলিগাতী সরকারি কলেজের শিক্ষকবৃন্দ।
অনুষ্টান পরিচালনা করেন তেলিগাতী সরকারি কলেজের শিক্ষক কবির আহমেদ।
Editor : Md.Moslauddin (Bahar) Cell: 01919802081 Dhaka Office :: Manni Tower, Road 09,House : 1258 Mirpur Dhaka. Cell:01747430235 email : manobsomoynews@gmail.com Chattogram office :: Lusai Bhaban,( 2nd Floor) Cheragi Pahar Circle, Chattogram. Cell: 01919802081
© All rights reserved manobsomoy