অর্থনীতি প্রতিবেদক::০৮জুন | চট্টগ্রাম অফিস
সিইপিজেডস্থ বে শপিং সেন্টারে গতকাল ৭ জুন ,মঙ্গলবার দুপুরে নিউ নবরুপা শোরুমের শুভ উদ্বোধন করা হয়।
বে -শপিং সেন্টার ব্যবসায়ীক কল্যাণ সমিতির পরিচালনা পর্ষদের সভাপতি মোরশেদুল আলম চৌধুরী তাজুর সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিইপিজেডের নির্বাহী পরিচালক মসিহউদ্দিন বিন মেজবাহ ।এসময় অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন
অতিরিক্ত নির্বাহী পরচালক (প্রশাসন) এ বি এম সহিদুল ইসলাম, তত্ত্বাবধায়ক প্রকৌশলী মোঃ মিজানুর রহমান, অতিরিক্ত নির্বাহী পরিচালক আব্দুন নূর, অতিরিক্ত পরিচালক মোঃ হাসানুজ্জামান, মোঃ এনামুল হক ও ইনভেস্টর ক্লাবের ব্যবস্থাপক মোহাম্মদ নুরুন্নবী চৌধুরী।
বে শপিং সেন্টার কল্যাণ মালিক সমিতির সহ-সভাপতি, তাহের আমিন, সাঃসম্পাদক কাজী আজিজুল হক, অর্থ সম্পাদক মোহাম্মদ মুছা সওদাগর, সাংগঠনিক সম্পাদক মোঃ মিজান ও প্রতিষ্ঠানের স্বত্বাধিকারী মোঃ আবুল কালাম সহ স্থানীয় গণ্যমান্য ব্যবসায়ী ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি নির্বাহী পরিচালক মসিহউদ্দিন বিন মেজবা বলেন ,ভালো মানের পোশাক সামগ্রির চাহিদা সবখানেই রয়েছে তবে তা রাখতে হবে ক্রয় ক্ষমতার ভিতরে। শ্রমিক অধ্যুষিত এলাকায় মানুষের ক্রয় ক্ষমতার মধ্যে বিভিন্ন ব্রান্ডের দেশি ও বিদেশি পোশাক নিয়ে নিউ নবরূপার শোরুমের অগ্রযাত্রাকে অভিনন্দন জানান।
বিক্রয়োত্তর সেবার মাধ্যমে মানুষের আস্থা অর্জন করতে পারলে ভবিষ্যতে আরো নামিদামি বিভিন্ন ব্রান্ডের সমাহার হবে সিইপিজেড বে শপিং সেন্টারে । ব্যবসায়ীদের স্বার্থ রক্ষার্থে সুন্দরভাবে ব্যবসা পরিচালনা করার জন্য বেপজা কর্তৃপক্ষের সর্বাত্মক সহযোগিতার আশ্বাস প্রদান করেন।
বে -শপিং সেন্টার ব্যবসায়ীক কল্যাণ সমিতির সভাপতি মোরশেদুল আলম চৌধুরী তাজু বলেন,বিগত দুই বছর করোনা মহামারী ক্রান্তিলগ্নে সারাবিশ্বের নেয়ায় এখানকার ব্যবসায়ীরা বেশ ক্ষতির সম্মুখীন হয়েছেন। তারপরেও মহান আল্লাহর কাছে শুকরিয়া জ্ঞাপন করছেন সবাইকে বাঁচিয়ে রাখছেন বলেই।
তিনি আরো বলেন আমাদের পরিচালনা পর্ষদ দায়িত্ব নেওয়ার পর থেকে ব্যবসায়ীদের সকল সুযোগ সবিধা নিশ্চিত করার পাশাপাশি মার্কেটের কর্মচারী ও দোকান মালিকদের মধ্যে একটি ভাতৃত্বের মিল বন্ধন সৃষ্টি করতে সক্ষম হয়েছে।
প্রতিষ্ঠানের স্বত্বাধিকারী মোঃ আবুল কালাম বলেন নামিদামি বিভিন্ন ব্রান্ডের পোশাকের নির্ভরযোগ্য প্রতিষ্ঠানের নাম নিউ নবরুপা।মানুষের ক্রয় ক্ষমতার মধ্যে ভালো মানের পোশাক সরবরাহ করে বিক্রয়োত্তর সেবা নিশ্চিত করবেন।
Editor : Md.Moslauddin (Bahar) Cell: 01919802081 Dhaka Office :: Manni Tower, Road 09,House : 1258 Mirpur Dhaka. Cell:01747430235 email : manobsomoynews@gmail.com Chattogram office :: Lusai Bhaban,( 2nd Floor) Cheragi Pahar Circle, Chattogram. Cell: 01919802081
© All rights reserved manobsomoy