তোতা মিয়া - পঞ্চগড় :
পঞ্চগড় ৯ নং মাগুরা ইউনিয়নের ২ নং ওয়ার্ডে গত কাল শুক্রবার রাত আনুমানিক ১২ টার সময় বেশ কয়েকটি পরিবারের বাড়ি ঘর আগুনে পুরে ছাই। এসময় আগুনে পুড়ে যাওয়ার কথা শুনে ছুটে জান পঞ্চগড়ের মাটি ও মানুষের নেতা পঞ্চগড় পৌর আওয়ামী লীগের সভাপতি ও পঞ্চগড় সদর উপজেলা পরিষদ এর ভাইস চেয়ারম্যান জনাব মোঃ কাজী আল তারিক। এসময় মাগুরার ইউপি চেয়ারম্যান জ্যোতিষ উপস্থিত থেকে আগুনে পুড়ে যাওয়া ক্ষতিগ্রস্তদের মাঝে নগদ অর্থসহ ও ত্রাণ সামগ্রী হাতে তুলে দেন চেয়ারম্যান কাজী আল তারিক । এবং আগুনে পুড়ে যাওয়া ক্ষতিগ্রস্ত পরিবারদের কে সান্তনা দেন। এ সময় আরো উপস্থিত ছিলেন পঞ্চগড় মাগুরা ইউনিয়ন আওয়ামী লীগের অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। পঞ্চগড় ফায়ারসার্ভিস কর্তৃপক্ষ জানান, এই আগুনের সূত্রপাত এর সৃষ্টি হয়েছে চুলা থেকে, এসময় ৭ লক্ষ টাকা'র মালামাল উদ্ধার করা হয়েছে। এবং বাকি ৩ লক্ষ ৫০ হাজার টাকার মালামল ক্ষয়ক্ষতি হয়েছে।
Editor : Md.Moslauddin (Bahar) Cell: 01919802081 Dhaka Office :: Manni Tower, Road 09,House : 1258 Mirpur Dhaka. Cell:01747430235 email : manobsomoynews@gmail.com Chattogram office :: Lusai Bhaban,( 2nd Floor) Cheragi Pahar Circle, Chattogram. Cell: 01919802081
© All rights reserved manobsomoy