আহসান উল্লাহ বাবলু সাতক্ষীরা জেলা প্রতিনিধি : সাতক্ষীরা পানি উন্নয়ন বোর্ডের দুর্নীতিবাজ কর্মকর্তা আবুল খায়েরের নির্দেশে সাংবাদিক ইয়ারব হোসেনের উপর বর্বরোচিত হামলার ঘটনায় জড়িতদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে আশাশুনিতে সাংবাদিকদের উদ্যোগে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২৩ মে) সকাল ১০ টায় আশাশুনি স্মৃতিসৌধ সংলগ্ন প্রেসক্লাব সড়কে আশাশুনি প্রেসক্লাব ও রিপোর্টার্স ক্লাবের আয়োজনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
আশাশুনি প্রেসক্লাবের সভাপতি এস এম আহসান হাবিবের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক এসকে হাসানের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন, উপজেলা ভাইস চেয়ারম্যান সাংবাদিক অসীম বরণ চক্রবর্তী, প্রেস ক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি জি এম মুজিবুর রহমান, প্রেসক্লাবের সহ-সভাপতি সচ্চিদানন্দদে সদয়, আব্দুল আলিম সাবেক সাধারণ সম্পাদক সমীর রায় সাংগঠনিক সম্পাদক আকাশ হোসেন, দপ্তর সম্পাদক হাবিবুল ইসলাম বেলালী, সাংবাদিক আলী নেওয়াজ, সোহরাব হোসেন,মুকুল শিকারি, ডাঃ সোহরাব হোসেন, জাকির হোসেন গোলাম মোস্তফা ফাইজুল কবির, বাবুল হোসেইন, আরাফাত হোসেন, জগদীশ রিপোর্টাস ক্লাবের সভাপতি রাবিদ মাহমুদ চঞ্চল, সিনিয়র সহ-সভাপতি এম এম সাহেব আলী, সহ-সভাপতি আনিসুর রহমান বাবলা, সাধারণ সম্পাদক আব্দুস সামাদ বাচ্চু, যুগ্মসাধারণ সম্পাদক আহসান উল্লাহ বাবলু সাংগঠনিক সম্পাদক বিএম আলাউদ্দিন, সাবেক সভাপতি মোস্তাফিজুর রহমান, তৌষিকে কাইফু, নুরুল ইসলাম মোস্তাফিজুর রহমান আরিফুল ইসলাম, প্রমুখ। অনুষ্ঠানে আশাশুনি ফ্রেণ্ডস ক্লাবের সাধারণ সম্পাদক পরেশ অধিকারি দাবীর সাথে একাত্বতা ঘোষণা করে অনুষ্ঠানে যোগদান করেন।
বক্তাগণ বলেন, আশাশুনি উপজেলাসহ পুরো দক্ষিণাঞ্চল দুর্যোগপ্রবন এলাকা। এসব এলাকার মানুষ ‘ত্রাণ চায় না টেঁকসই বেড়িবাঁধ চায়’। উপজেলার প্রায় ২৪ কি.মি. বেড়ীবাধ জ্বরাজীর্ণ হয়ে রয়েছে। পাউবো’র দুর্নীতিবাজ কর্মকর্তারা সে দিকে না তাকিয়ে তারা আশাশুনির মরিচ্চাপ নদীর খনন করে যাচ্ছেন। এখানেই শেষ নয়, তারা মরিচ্চাপ ব্রীজের পশ্চিমপাশ থেকে শ্রীকলস হয়ে শোভনালী পর্যন্ত অপ্রয়োজনীয় নতুন বেড়িবাঁধ নির্মান করার প্রকল্পের কাজ শুরু করেছেন। মরিচ্চাপ নদী খননের মাটি দিয়েই যে বাঁধ হয়ে যাবে তার জন্য নতুন করে প্রায় ৪ কোটি টাকা বরাদ্দ নিয়েছেন। মরিচ্চাপ ব্রীজ থেকে আশাশুনি সদরের গোডাউন ঘাট পর্যন্ত আশাশুনি বাজার প্রায় সীমাবদ্ধ। মরিচ্চাপ নদীর অব্যাহত ভাঙনে আশাশুনি বাজার ভাঙতে ভাঙতে প্রায় বিলুপ্ত হতে চলেছে। পাউবোর এই কর্মকর্তারা মরিচ্চাপ ব্রীজ থেকে আশাশুনি সদরের গোডাউন ঘাট পর্যন্ত এই এলাকাটুকু নদীর সমান অংশে মাটি না দিয়ে আশাশুনি আরও সংকীর্ণ করে তুলেছেন। সাবেক স্বাস্থ্যমন্ত্রী অধ্যাপক ডা. আ ফ ম রুহুল হক এমপি’র হস্তক্ষেপে ষড়যন্ত্রমূলক এই কার্যক্রম আপাতত বন্ধ রয়েছে।
পানি উন্নয়ন বোর্ডের দুর্নীতির চিত্র একদিনে বলে শেষ করা যাবে না উল্লেখ করে বক্তারা আবুল খায়েরের মত সকল পাউবো’র দুনর্ীতিবাজ কর্মকর্তার অবৈধ সম্পদের হিসাব, সাংবাদিকদের অবাধ তথ্য অধিকার নিশ্চিতকরণ, ইয়ারব হোসেনকে উক্ত কর্মকর্তার প্রচ্ছন্ন নির্দেশে তার পেটুয়া বাহিনী দিয়ে মারপিটের ঘটনার সকল আসামীকে অবিলম্বে গ্রেফতার করতে মাননীয় প্রধানমন্ত্রীর জরুরী হস্তক্ষেপ কামনা করেন।
Editor : Md.Moslauddin (Bahar) Cell: 01919802081 Dhaka Office :: Manni Tower, Road 09,House : 1258 Mirpur Dhaka. Cell:01747430235 email : manobsomoynews@gmail.com Chattogram office :: Lusai Bhaban,( 2nd Floor) Cheragi Pahar Circle, Chattogram. Cell: 01919802081
© All rights reserved manobsomoy