ডেস্ক নিউজ :
১৩/০৫/২২ ইং শুক্রবার সন্ধ্যা ৭ ঘটিকায়
গ্লোবাল কম্পিউটার ইনস্টিটিউট এর সার্বিক তত্ত্বাবধানে বন্দর নগরী ইপিজেড থানাধীন কাদের ম্যানসন নিজ অফিসে
দৈনিক আজকের মানব সময় পত্রিকার সম্পাদক মো : মোসলেহউদ্দিন বাহার এর সভাপতিত্বে ও বিশেষ প্রতিনিধি মো : শওকতআকবর এর সঞ্চালনায় ঈদ পূর্ণ মিলনী অনুষ্ঠান হয়। মো : মামুন হাসানের পবিত্র কোরআন তেলোয়াতের মধ্য দিয়ে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রেখছেন এম মোসলেহউদ্দিন বাহার।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মর্ডান বি এড কলেজ এর ভাইস প্রিন্সিপাল অধ্যাপক বোস্তানুল ফোরকান রায়হান, প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা আইন সহায়তা কেন্দ্র (আসক) ফাউন্ডেশন চট্টগ্রাম জেলা কমিটির সিনিয়র সহ সভাপতি মো : আবু হানিফ নিহাদ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ভোলা জেলা সমিতি চট্টগ্রাম অঞ্চল নং ৬ এর সাধারণ সম্পাদক মো : শাহাব উদ্দিন, বঞ্চিত নারী ও শিশু অধিকার ফাউন্ডেশনের কেন্দ্রীয় কার্যনিবার্হীর মহাসচিব মুহাম্মদ আলী, মানবাধিকার কর্মী বিথী খানম, মানব সময় প্রতিনিধি মো : হেলাল উদ্দিন, নারী নেত্রী রুনা আক্তার। মো : জাহিদ হাসান, জাহিদুল ইসলাম।
অন্যান্য দের মধ্যে উপস্থিত ছিলেন পাঠক ও লেখক
জয়া মার্মা, রাব্বি শেখ, কান্তি চাকমা, টিপন চাকমা, কাওসার, আল মামুন, আয়াতুল্লাহ, ঊর্মি আক্তার প্রমুখ। বক্তাগণ পারস্পরিক ঈদের শুভেচ্ছা বিনিময়ে করে বলেন মানব সময় পত্রিকার আজকের এ আয়োজন পাঠক পাঠিকা ও লেখকদের আত্মউন্নয়নে সহায়ক হবে, ঈদ পূর্ণ মিলনীর মাধ্যমে সকলে একসাথে কাজ কররার আগ্রহী হন, স্কুল কলেজে পাঠক তৈরির,মাঝেমধ্যে প্রতিনিধিদের নিয়ে দক্ষতা উন্নয়ন প্রোগ্রাম, নিয়মিত অনলাইনে নিউজ আপডেট ওপ্রিন্ট কপি প্রকাশের উপর প্রধান অতিথি গুরুত্বপূর্ণ বক্তব্য রেখেছেন।
সভাপতি আমন্ত্রিত অতিথি, প্রতিনিধি, পাঠক পাঠিকা লেখক লেখিকা ও শুভাকাঙ্ক্ষী দের প্রোগ্রামে উপস্থিত হয়ে সাফল্যতার জন ধন্যবাদ জ্ঞাপন ও গ্লোবাল কম্পিউটার ইনস্টিটিউট থেকে কম্পিউটার অফিস ম্যানেজমেন্ট কোর্স শেষে দক্ষতা অর্জনের জন তিন জন শিক্ষার্থী কে সার্টিফিকেট প্রদানের মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করেন।
Editor : Md.Moslauddin (Bahar) Cell: 01919802081 Dhaka Office :: Manni Tower, Road 09,House : 1258 Mirpur Dhaka. Cell:01747430235 email : manobsomoynews@gmail.com Chattogram office :: Lusai Bhaban,( 2nd Floor) Cheragi Pahar Circle, Chattogram. Cell: 01919802081
© All rights reserved manobsomoy