মোঃ ইসরাফিল, চরফ্যাশন প্রতিনিধি:
চরফ্যাশন উপজেলার শশীভূষণে আগুন লেগে ৪ দোকান পুড়ে গেছে। বৃহস্পতিবার রাত আনুমানিক ৪টায় শশীভূষণ থানার আনজুর হাট বাজারের ব্রিজ সংলগ্ন পূর্ব মাথায় এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
স্থানীয় ব্যবসায়ীরা জানান হঠাৎ মেডিসিনের দোকানে আগুনের শিখা জ্বলতে দেখা যায়।
মুহূর্তের মধ্যে আগুন চারপাশে ছড়িয়েপরে স্থানীয় লোকজন প্রথম আগুন নেভানোর চেষ্টা করেন, পরে চরফ্যাশন ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনেন। ততক্ষণে ৪টি দোকান পুড়ে যায়।
পুড়ে যাওয়া ৪টি দোকান হলো মেসার্স আইমান ভেটেনারি, ইকবাল টেইলার্স, সবুজ কনফেকশনারী ও মা মেটাল ইঞ্জিনিয়ারিং ওয়ার্কসপ। প্রাথমিকভাবে স্থানীয়রা ধারণা করেন বৈদ্যুতিক শর্ট সার্কিটের মাধ্যমে এ অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়।
ফায়ার সার্ভিসের কর্মীরা কিছুটা দেরিতে যাওয়ায় স্থানীয় উত্তেজিত জনতা তাদের উপর চড়াও হয়ে ইটপাটকেল নিক্ষেপ করে এতে ফায়ার সার্ভিস কর্মী মাসুদ রানা গুরুতর আহত হয়। আহত মাসুদ রানাকে চরফ্যাশন হাসপাতালে ভর্তি করা হয়।
এ ব্যাপারে চরফ্যাশন ফায়ার সার্ভিস অফিসের ইনচার্জ আসাদুজ্জামান জানান ৪টা ১৪ মিনিটে ঘটনাস্থল থেকে ফোন দিলে আমরা সাথে সাথে রওনা দিয়ে ঘটনাস্থলে পৌঁছলে উত্তেজিত জনতা আমাদের উপর চড়াও হয়ে ইটপাটকেল নিক্ষেপ করে এতে সহকর্মী মাসুদ রানা আহত হয়। কলমি ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কামাল উদ্দিন উত্তেজিত জনতাকে থামিয়ে ফায়ার সার্ভিস কর্মীরা সহ আগুন নিয়ন্ত্রনে আনে।এতে প্রায় ৫০লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে ধারণা করা হয়।
Editor : Md.Moslauddin (Bahar) Cell: 01919802081 Dhaka Office :: Manni Tower, Road 09,House : 1258 Mirpur Dhaka. Cell:01747430235 email : manobsomoynews@gmail.com Chattogram office :: Lusai Bhaban,( 2nd Floor) Cheragi Pahar Circle, Chattogram. Cell: 01919802081
© All rights reserved manobsomoy