মানব সময় ডেস্ক নিউজ :
নগরীর ইপিজেড থানা কর্তৃক আয়োজিত ৩৯নং দক্ষিণ হালিশহর ওয়ার্ড এলাকার সামগ্রীক আইন-শৃংখলা, পরিবেশ পরিস্কার-পরিচ্ছন্ন এবং নিয়মিত টইল জোরদার ,জুয়া-মাদকের আসর সহ সকল অপরাধ প্রবন কর্মকান্ডে প্রতিরোধে সর্বস্তরের সহযোগিতা প্রয়োজন বলে সভাপতির বক্তব্যে জানিয়েছেন সিএমপি ইপিজেড থানার ওসি(তদন্ত) মোঃ নূরুল বাশার।
তিনি আজ ২৭মার্চ, রবিবার সকালে থানা প্রাঙ্গনে ওসি মোঃ কবিরুল ইসলামের নির্দেশক্রমে এলাকার মাসিক সমস্যাবলী চিহিৃত করনে নিয়িমিত ওপেন হাউস ডে (মত বিনিময় সভায়)এসব কথা বলেন।
এসময় সম্মানিত অতিথির বক্তব্য রাখেন ইপিজেড থানা আঃলীগ আহবায়ক ও বীরমুক্তিযোদ্ধা হাজী মোঃ হারুন উর রশিদ, আঃলীগ যুগ্ন আহবায়ক এম, এ তাহের, রোটারিয়ান মোঃ ইলিয়াছ, মোঃ সেলিম আফজাল,নারী নেত্রী মিসেস শারমিন ফারুখ সুলতানা,বিট পুলিশিং লিডার মোঃ হাছি মিয়া, মোঃ ফছিউল আলম,মোঃ আলাউদ্দিন ফারুখ, তৌহিদুল ইসলাম ইনু সহ কমিউনিটি পুলিশিং ফোরাম, বিট পুলিশিং কমিটির সদস্য, এলাকার সামাজিক নেতৃবৃন্দ, ব্যবসায়ী প্রতিনিধি এবং নারী সমাজের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
বক্তারা বলেন, এলাকার আইন-শৃংখলা, সামাজিক ওপারিবারিক সমস্যাবলী এবং স্থানীয় সমস্যাতে নির্বাচিত জনপ্রতিনিধিদের সমন্বয় করে আইনী পদক্ষেপ নিলে প্রতিহিংসা সহ ছোট-ছোট বিষয় গুলো সহজে সমাধান হবে।
আর জটিল বিষয়ে সঠিক তদন্ত করে উচ্চ আইনী ব্যবস্থা গ্রহণে থানার ওসি কে চূড়ান্ত সিদ্ধান্ত নিতে দৃঢ় অনুরোধ জানায়।এছাড়া জরুরী নিরাপত্তা সেবার মান আরো বাড়াতে এলাকাবাসীর পক্ষে সমাজের প্রতিনিধিরা বক্তব্যে উল্লেখ করেন।
Editor : Md.Moslauddin (Bahar) Cell: 01919802081 Dhaka Office :: Manni Tower, Road 09,House : 1258 Mirpur Dhaka. Cell:01747430235 email : manobsomoynews@gmail.com Chattogram office :: Lusai Bhaban,( 2nd Floor) Cheragi Pahar Circle, Chattogram. Cell: 01919802081
© All rights reserved manobsomoy