মৃত্যুর প্রজাপতি
নুরুন্নাহার মুন্নি
মখমলে বিছানার ঘুমন্ত চাদরে ঢেকে যাওয়া --
ঐশ্বরিক শরীর;
নিয়তির মারপ্যাঁচে পঙ্গু হবার সুনিপুণ চেষ্টায় নির্মিত -
সাদা পালকের হস্তাক্ষর দেখে বিস্মিত হতে হয় ,
পরিকল্পিত আবাসনে ক্ষুধার রাজ্যে -
ক্ষুদিরামের অধিকারের লড়াই,
মেহনতি মানুষ ছোটে,
বাড়ে ঘুমস্রোতে পঙ্গপালের দৌড়াত্ম,
আত্মার ভূমিষ্ঠ রুপ খুন করে যায় বিবেক,
বেরিয়ে আসে খোলস;
আদর্শের ভেতরে আদর্শের হয় ক্রসফায়ার,
অতঃপর দারিদ্রের দ্রাঘিমা রেখা দাঁড়িয়ে থাকে-
অসম বৃত্তের কেন্দ্র হয়ে।।
Editor : Md.Moslauddin (Bahar) Cell: 01919802081 Dhaka Office :: Manni Tower, Road 09,House : 1258 Mirpur Dhaka. Cell:01747430235 email : manobsomoynews@gmail.com Chattogram office :: Lusai Bhaban,( 2nd Floor) Cheragi Pahar Circle, Chattogram. Cell: 01919802081
© All rights reserved manobsomoy