এম সফিকুল ইসলাম - শশী ভুষণ
ভোলার চরফ্যাশনে গৃহবধূ শ্বাশতী রায় চৈতি’র অস্বাভাবিক মৃত্যুর সুষ্ঠু তদন্ত ও বিচারের দাবীতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৯মার্চ) দুপুর ১২ টায় চরফ্যাসন ফ্যাশন স্কয়ারে এ মানববন্ধন কর্মসূচী অনুষ্ঠিত হয়। মানববন্ধনে নাগরিক ফোরামের নেতৃবৃন্দ, স্থানীয় কাউন্সিলর, এলাকাবাসী, সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ, উপজেলার বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষার্থীরা ও চৈতির পরিবারের সদস্যরা অংশ গ্রহণ করেন। এসময় শাশ্বতী রায় চৈতি’র বাবা চরফ্যাসন বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক(অবসরপ্রাপ্ত) সুভাষ চন্দ্র রায় বলেন, চৈতিকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। তিনি এ হত্যায় জড়িত চৈতির শ্বশুর সমীর মজুমদার ও শ্বাশুড়ি নিয়তী রাণী ও স্বামী শাওন মজুমদারের বিচার দাবি করেন। পরে মানববন্ধনে অংশ গ্রহণকারীরা উপজেলা পরিষদে গিয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা আল নোমান এর কাছে চৈতি’র অস্বাভাবিক মৃত্যুর সুষ্ঠু তদন্ত ও বিচারের দাবিতে সার্বিক সহযোগিতার অনুরোধ করেন । এ সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা আল নোমান সুষ্ঠু তদন্তে চৈতি’র পরিবারের পাশে থাকার আশ্বাস দেন।
উল্লেখ্য, গত শনিবার(৫ ফেব্রুয়ারি) মধ্য রাতে চরফ্যাসন পৌরসভা ৪নং ওয়ার্ড ভদ্রপাড়া এলাকায় কৃষি উপ-সহকারি কর্মকর্তা শ্বশুর সমীর চন্দ্র মজুমদারের বাসা থেকে চরফ্যাসন থানা পুলিশ গৃহবধূ চৈতি’র ঝুলন্ত মরদেহ উদ্ধার করে। এ ঘটনায় নিহত চৈতির বাবা বাদি হয়ে চরফ্যাসন থানায় আত্মহত্যা প্ররোচনায় চৈতির শ্বশুর সমীর মজুমদার, শ্বাশুড়ি নিয়তি রাণী ও স্বামী শাওন মুজুমদারকে আসামি করে একটি মামলা দায়ের করে। ওই মামলায় পুলিশ শ্বশুর ও স্বামীকে গ্রেফতার করে আদালতে প্রেরণ করেছে।
Editor : Md.Moslauddin (Bahar) Cell: 01919802081 Dhaka Office :: Manni Tower, Road 09,House : 1258 Mirpur Dhaka. Cell:01747430235 email : manobsomoynews@gmail.com Chattogram office :: Lusai Bhaban,( 2nd Floor) Cheragi Pahar Circle, Chattogram. Cell: 01919802081
© All rights reserved manobsomoy